এআই তুলে দেওয়া হচ্ছে টাটার হাতে

banner

#Pravati Sangbad Digital Desk:

এবার দেড় বছর পরে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কেন্দ্র অবশেষে টাটার হাতে তুলে দিচ্ছে এয়ার ইন্ডিয়াকে। টাটা গোষ্ঠীর পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে এলিতে নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হচ্ছে ফ্রেড রিডকে। যিনি প্রায় সাড়ে তিন দশক ধরে যুক্ত উড়ান শিল্পের সাথে। এক বিপুল অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব ফ্রেডরিড। এছাড়া আরো জানা যায় উনি কাজ করেছেন লুফৎহানসা, ডেলটা এয়ারলাইনস, ভার্জিন আমেরিকাতে।

ধীরে ধীরে সবকিছুরই অংশীদারি বিক্রি করে দিচ্ছে কেন্দ্র। এটি পরিষেবা আরো অনেক উন্নত হবে বলেই ধারণা সরকারের। এয়ার ইন্ডিয়া বর্তমানে একটি অত্যন্ত লাভজনক উড়ান ব্যবস্থা। যার প্রতিটি অংশীদারি মূল্য কয়েক হাজার কোটি টাকা। ফলে এটি লাভ সরকারেরই। এছাড়াও টাটার মত উন্নত সংস্থার হাতে পড়লে উন্নতি হবে পরিষেবার। যদিও এখনো পর্যন্ত এয়ার ইন্ডিয়ার পরিষেবায় সেরকম কোন অসংগতি ছিল না। রক্ষনশীলতার জন্য হয়তো টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে এমনটাই ধারণা করা যায়। অনেকদিন ধরেই এয়ার ইন্ডিয়া বিক্রির জন্য কথা হচ্ছিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে। গত পনেরোই সেপ্টেম্বর বিক্রির দরপত্র দেওয়ার শেষ তারিখ বলে ঘোষণা করা হয়েছিল। এয়ার ইন্ডিয়ার বর্তমানে ঋণ আছে 43000 কোটি টাকা।

অসামরিক বিমান পরিবহন এর ইতিহাস থেকে জানা যায় 1932 সালে টাটা এয়ারলাইনস নিয়ে আসে টাটা গোষ্ঠী এবং 1946 সালে যার নাম হয় এর ইন্ডিয়া।

এয়ার ইন্ডিয়ার শেয়ার কেনার জন্য দরপত্র জমা দিয়েছিল দুই কম্পানি তারা হল টাটা সন্স এবং স্পাইসজেট। অবশেষে মুকুট উঠল টাটা গোষ্ঠীর হাতে। নিলামে জিতেছে টাটা গোষ্ঠী।

এখন থেকেই টাটা গোষ্ঠীর তরফ থেকে এয়ার ইন্ডিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং উচ্চপদে পেশাদার ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্বের নিয়োগের মাধ্যমে নতুন করে সাজিয়ে নেওয়া হচ্ছে এয়ার ইন্ডিয়াকে । এর সাথে যুক্ত হতে চলেছে নীল নকশা। সম্ভবত জানুয়ারি মাসের মধ্যেই এয়ার ইন্ডিয়ার শেয়ারের হাতবদল প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপরই এয়ার ইন্ডিয়ার উড়ান পরিষেবার সমস্ত দায়িত্ব চলে যাবে টাটা গোষ্ঠীর হাতে। সূত্র অনুযায়ী জানা যায় এয়ার ইন্ডিয়ার শেয়ার কিনতে প্রচুর টাকা দিয়েছে টাটা গোষ্ঠী। প্রায় 18000 কোটি টাকা। তবে অংশীদারিত্ব না পাওয়া পর্যন্ত এই নিয়ে মুখ খুলতে চায় না টাটা গোষ্ঠী।

নিপুন আগারওয়াল সংস্থার ভাইস প্রেসিডেন্ট 2017 সালে টাটা তে যোগ দিয়েছিলেন। টাটা গোষ্ঠীর বিভিন্ন সংযুক্তি ও অধিগ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা অতিতে তিনিই নিয়েছিলেন। সূত্রের খবর সিএফও পদে কাকে নিযুক্ত করা হতে পারে।

প্রথম 100 দিনের নীল নকশা তৈরির দায়িত্ব দেওয়া হতে পারে রিড কে। এয়ারবিএনবির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ফ্রেড রিড। বর্তমানে তিনি সার্ফ এয়ার মোবিলিটির প্রেসিডেন্ট। সত্তর দশকে টাটা গোষ্ঠীর তাজ গ্রুপ হোটেলস ছিল তার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তবে যদি তিনি টাটা গোষ্ঠী তে যোগ দেন তবেই তাকে এই কাজ দেওয়া হবে।

 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Related News