#Pravati Sangbad Digital Desk:
মে মাস থেকেই রেপো রেট বৃদ্ধি করেছে আরবিআই। এর ফলে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলি স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। এক এক মাসে দুবার করে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে অনেক ব্যাঙ্ক। ইউনিটি স্মল ব্যাঙ্ক এই সপ্তাহে প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করেছিল। এই ব্যাঙ্ক ৯ শতাংশ হারে প্রবীণ নাগরিকদের সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে। তবে শুধু ইউনিটি স্মল ব্যাঙ্ক নয় , ফিক্সড ডিপোজিটের ওপর প্রবীণ নাগরিকদের ৮.৫ শতাংশের বেশি সুদ দিয়ে থাকে আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক। দেখে নিন সেই সুদের হারের তালিকা।
১. ইউনিটি স্মল ফিন্যান্স ব্যাঙ্ক :
১৮১ ও ৫০১ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে বর্তমানে এই ব্যাংক সাধারণ আমানতকারীদের ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
২. ইএসএএফ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক :
৯৯৯ দিনের বিশেষ মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ আমানতকারীরা ৮ শতাংশ হারে সুদ পাবেন। কিন্তু প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫ শতাংশ হারে সুদ।
৩. উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক :
৫৬০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ওপর সাধারণ আমানতকারীরা ৮ শতাংশ হারে সুদ পান। কিন্তু এই প্রতিষ্ঠান যে কোনো মেয়াদেই প্রবীণ নাগরিকদের অতিরিক্ত ০.৭৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।
৪. ফিনকেয়ার স্মল ফিন্যান্স ব্যাঙ্ক :
গত ৯ নভেম্বর এই ব্যাঙ্ক স্থায়ী আমানতের ওপর সুদের হার বৃদ্ধির কথা ঘোষণা করে। বর্তমানে ১০০০ দিন মেয়াদের স্থায়ী আমানতে পএই ব্যাংক প্রবীণ নাগরিকদের ৮.৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
৫. উৎকর্ষ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক :
৭০০ দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সাধারণ আমানতকারীরা ৭.৭৫ হারে ও প্রবীণ নাগরিকরা ৮.৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। ১৭ ই অক্টোবর থেকে এই সুদের হার ঠিক করা হয়।