#Pravati Sangbad Digital Desk:
যানজটে নাজেহাল অবস্থা নিত্য যাতায়াতকারীদের। সাধারণ মানুষের কথা ভেবে নির্দিষ্ট সময়ের আগেই সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলেই বড় দিনের আগেই শুরু হতে পারে সাতরাগাছি ব্রিজ। আগামী সোমবার পূর্ত দপ্তর পুলিশকর্তা সংশ্লিষ্ট একাধিক বিভাগের কর্তাদের নিয়ে নবান্ন বৈঠকে বসবেন মুখ্য সচিব। কিভাবে দ্রুত সাঁতরাগাছি ব্রিজ সংস্কারের কাজ শেষ করা যায় তাই আলোচনার মুখ্য বিষয়বস্তু।
গত ১৯ নভেম্বর থেকে কোনা এক্সপ্রেসওয়ের সাঁতরাগাছি সেতুতে মেরামতের কাজ শুরু হয়। সাঁতরাগাছি শুধু রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত যান চলাচল বন্ধ। সকাল ৬টা থেকে রাত ১১ টা পর্যন্ত সাঁতরাগাছি সেতুর একটি লেন দিয়ে গাড়ি চলাচল করছে। সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে হাওড়া সিটি পুলিশ। বর্তমানে কলকাতামুখী অন্য গাড়িগুলিকে ধুলাগড় , আলমপুর, নিবড়া,সিয়ার সেতু নিবেদিতা সেতু হয়ে টালা সেতু দিয়ে কলকাতায় প্রবেশ করতে হচ্ছে। পণ্যবাহী গাড়ি গুলি কলকাতার দিক থেকে বর্ধমানের দিকে যাবে সেগুলি নিবেদিতা সেতু হয়ে যাতায়াত করছে। অন্য দিকে কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসা পণ্যবাহী গাড়িগুলিকে ডানলপ দিয়ে নিবেদিতা সেতু পেরিয়ে বালি দিয়ে হাওড়ায় ঢুকতে হচ্ছে।
তবে ছোট বা যাত্রীবাহী গাড়ি দিনের বেলায় সাঁতরাগাছি সেতুর একটি দিক থেকে যাতায়াত করছে। ছোট বা যাত্রীবাহী গাড়ি বিদ্যাসাগর সেতু, ড্রেনেজ ক্যানাল রোড, হাওড়া আমতা রোড, সলপ মোর হয়ে সারাদিন যাতায়াত করছে। তবে নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে আন্দুল রোডের যানজট। সাঁতরাগাছি ব্রিজ দিয়ে যান চলাচল সহজ থাকলেও আন্দুল রোডে যানজটের ভোগান্তি পোহাতে হয় নিত্যযাত্রীদের। তবে সাঁতরাগাছি রোড বন্ধ থাকায় আন্দুল রোডে যে যানজট বেরেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নিত্যযাত্রীরা বেশি বিপাকে পড়েছেন বলেই জানা যাচ্ছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব যানজটের প্যাঁচ খুলে দেওয়া যায় কিভাবে তারই চেষ্টা চলছে।