বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চেয়ে চিঠি

banner

#Pravati Sangbad Digital Desk:

কনকনে ঠান্ডায় লেপ কাঁথা সঙ্গে নিয়ে বাসভবন পূর্বিতার সামনে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অনেক অভিযোগ এনে বিক্ষোভে বসেছেন। দিনভর এই বিক্ষোভ চলছে। শুক্রবার এই বিক্ষোভের ১০ দিন পূরণ হল। তবে তাদের যে সকল সমস্যা রয়েছে তার কোনো সমাধান হয়নি। যদিও তারা হার মানেননি। তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের ইমেল মারফত চিঠি করেছেন। এই বিক্ষোভের চিঠির প্রধানে নাম রয়েছে বিক্ষোভরত পড়ুয়া মীনাক্ষী ভট্টাচার্য। তার তরফ থেকে তার সমস্যা নিয়ে চিঠি লেখা হয়েছে। তাদের দাবী গুলোর মধ্যে মূলত ছিল পূর্ব পল্লীর মাঠে ঐতিহ্যবাহী পৌষ মেলা করতে হবে, গবেষক ছাত্রীর পিএইচডি ষড়যন্ত্র করে আটকানো যাবে না, অবিলম্বে সমস্ত রেজাল্ট প্রকাশ করতে হবে, এইড ফান্ড এবং বিভিন্ন স্কলারশিপের টাকা অবিলম্বে প্রদান করতে হবে, এডমিশন ফি, হোস্টেল ফি আগের মত করতে হবে, অবিলম্বে হোস্টেলের যে সকল শূন্য আসন রয়েছে সেগুলোকে পূরণ করতে হবে এবং ভবন সংলগ্ন হোস্টেল দিতে হবে। এসবের পাশাপাশি তারা এও দাবি করেছে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ চেয়েছেন।

বিক্ষোভরত পড়ুয়া মীনাক্ষী ভট্টাচার্য জানিয়েছেন, বিশ্বভারতী তরফ থেকে আমাদের কোন বার্তা না দেওয়ায় ঠান্ডাতেই কষ্ট করেই আমাদের বিক্ষোভ চালাতে হচ্ছে। এর পেছনে অনেকের ভবিষ্যৎ জড়িয়ে আছে। এই পরিস্থিতিতে এই বিক্ষোভ ছাড়া আমাদের আর কোন উপায় নেই। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, তার রিসার্চের বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রী সহ বিভিন্ন বিশিষ্ট জন এদের ইমেল মারফত চিঠি দিয়েছেন।এই পরিস্থিতিতে আগামী দিনেও তারা বিশিষ্টজনদের আবেদন জানাবেন তাদের পাশে দাঁড়ানোর জন্য।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aparna Dutta

Related News