গর্ভাবস্তায় অ্যালকোহল সেবন করলে আপনার শিশুর সাংঘাতিক ক্ষতি করতে পারে

banner

#Pravati Sangbad Digital Desk:

নতুন মা হওয়া এক নতুন অধ্যায়। জীবনের এই প্রান্তে এসে নতুন আর এক প্রাণের জন্ম দেওয়া এবং তাকে পৃথিবীর আলো দেখানো এক নতুন অভিজ্ঞতার কারণ হয়ে দাঁড়ায় যে কারুর কাছে। সাথে আসে নানা বাধা নিষেধ। নিজের জীবন যাত্রা এবং খাদ্যাভ্যাসের উপর নিয়ন্ত্রণ। এতদিন অনিয়মিত জীবন থাকলেও পরিবারের নতুন সদস্যের আসার জন্যে এবং তাকে ভালো রাখার জন্যে নিজের অনেক অভ্যেস ত্যাগ করতে হয়। যার মধ্যে অন্যতম হলো খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ এবং যেকোনো রকম নেশা থেকে নিজেকে সরিয়ে রাখা। যার মধ্যে অন্যতম মদ্যপান। চিকিৎসাবিজ্ঞান বলছে গর্ভধারণ করাকালীন এই মদ্য পান শিশু এবং মায়ের প্রভূত ক্ষতি করতে পারে। আজকের প্রতিবেদনে সেই দিক তুলে ধরার চেষ্টা করা হলো। গবেষণায় উঠে এসেছে গর্ভাবস্থায় সামান্য থেকে সামান্যতর অ্যালকোহলের সেবন আপনার শিশুর মস্তিষ্কের গঠন এবং মস্তিষ্কের বিকাশে কুপ্রভাব ফেলে। ফলে মস্তিষ্কের বিকাশে অনেক সময় লাগে। এছাড়াও শিশুর শেখার ক্ষমতা, আচরণগত সমস্যা, ভাষার বিকাশে বিলম্বতা সৃষ্টি করে। অষ্ট্রিয়ার 'মেডিক্যাল ইউনিভার্সিটি অফ ভিয়েনা'য় এই গবেষণা চলাকালীন নাম প্রকাশে অনিচ্ছুক এমন ২৪ জন গর্ভবতী মায়ের উপর এই পরীক্ষা করা হয়। যারা গর্ভাবস্তার ২২ থেকে ৩৬ সপ্তাহের মধ্যে ছিলেন। গবেষণার পর ডাক্তার কাস্প্রিয়ান বলছেন, "আমরা শিশুর মস্তিষ্কের সবচেয়ে বড় পরিবর্তন খুঁজে পেয়েছি। শৈশবকালে ওই সকল শিশুর ভাষার বিকাশে যার একটি বড় প্রভাব রয়েছে। গর্ভধারণ করার পর একজন মা যখন মদ্যপান করে তখন সেই মদ তার অ্যাম্বিলিকাল কর্ড দিয়ে ভ্রূণ অব্দি পৌঁছে যায়। যার ফলে এই মদ তখন গর্ভস্থ বাচ্চার মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের ক্ষতিসাধন করে। এমনকি বাচ্চার চোখ, কান, নাক এবং অন্যান্য অঙ্গের ক্ষতিসাধন করে এবং সঠিক গঠন হতে বাধা দেয়। গর্ভধারণের পুরো সময়টা যদি কেউ খেতে থাকে তাহলে বাচ্চার স্বাভাবিক বিকাশ হয়না ফলে প্রি-ম্যাচিওর বাচ্চা জন্মানোর সম্ভাবনা থাকে।

অনেকে ভাবেন যে অমুক মদ খাওয়া ভালো বা তমুক খাওয়া ভালো নয়। এই ব্যাপারে চিকিৎসক বলছেন যে কোন মদ জাতীয় পানীয় ভালো না। এবং কম বা বেশি কোন পরিমাণই ভালো না। অনেকে ভাবেন গর্ভধারণ করার শেষ পর্যায়ে খাওয়া যেতে পারে কারণ ওই সময় গর্ভস্থ বাচ্চার শারীরিক গঠন প্রায় সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু এই ধারণা একেবারেই ভুল। কারণ সেই সময় মদ্যপান করলেও তা বাচ্চার মস্তিষ্কে প্রভাব ফেলে কারণ শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় মস্তিষ্ক তখনও অনেকটাই কম পূর্ণতা পায়। প্রায় ২ শতাংশ থেকে ৫ শতাংশ বাচ্চা দেখা যায় এই অতিরিক্ত মদ্যপানের শিকার। নানা রকম ক্ষতি বাচ্চার শরীরের উপর হতে পারে। সব কারণ এবং সব ক্ষতি এক জায়গায় বলা সম্ভব না। তবে যেগুলো এক নজরে শুনতে এবং জানতে পারা যায় তার কিছু দিক এখানে বলা যেতে পারে। কী কী ক্ষতি হতে পারে গর্ভধারণ করাকালীন মদ খেলে, তার কিছু এখানে তুলে ধরা হল;
-জন্মানোর সময় কম ওজন,
-সময়ের আগে জন্মানো শিশু,
-মিসক্যারিয়েজ,
-অঙ্গ প্রত্যঙ্গের অনিয়মিত গঠন,
- কথা বলায় জড়তা,
- কানে না শোনা বা কম দৃষ্টি শক্তি
সুতরাং, গর্ভাবস্তায় মায়েদের অ্যালকোহল সেবনে একেবারেই 'না' এর চিহ্ন বসাচ্ছেন ডাক্তার কাস্প্রিয়াম। এই সময়ে নূন্যতম অ্যালকোহলের সেবনও আপনার শিশুর মস্তিষ্কের গঠনের বিকাশ এবং মস্তিষ্কের পরিপক্কতায় বিলম্বতা সৃষ্টি করতে পারে। যা কোন পরিবারের কাছেই কাম্য নয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News