নেইমারকে সুস্থ করে তুলতে নাসার প্রযুক্তি, সাম্বা কিং কে মাঠে ফেরাতে মরিয়া ব্রাজিল

banner

#Pravati Sangbad Digital Desk:

বিশ্বকাপের প্রথম ম্যাচে পেলের রেকর্ড স্পর্শ করতে পারেননি তিনি। কিন্তু সার্বিয়া বিপক্ষে ব্রাজিলের জয় তার অবদান ছিল অনেকটা। নেইমারকে চোট মুক্ত রাখা আজকের নয়, ব্রাজিলের চিরকালের চ্যালেঞ্জ। চোট প্রবণ খেলোয়াড়দের তালিকায় তিনি সবসময় উপরের দিকে থাকেন। সার্বিয়ার বিপক্ষে আগের ম্যাচটি জেতায় আজ জয় তুলে নিলেই দ্বিতীয় রাউন্ডে উঠবে ব্রাজিল। কিন্তু এই ম্যাচে মাঠে থাকবেন না নেইমার। সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নেমে পায়ে গুরুতর চোট পান নেইমার। গ্রুপের শেষ ম্যাচ ক্যামেরুনের বিরুদ্ধে। সেই ম্যাচে ব্রাজিলের এই তারকা খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। তৃতীয় ম্যাচে নেইমারকে মাঠে পেতে মরীয়া দল। এই অবস্থায় ব্রাজিলের এই তারকাকে সুস্থ করে তুলতে সাহায্য নেওয়া হচ্ছে নাসার প্রযুক্তি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। নেইমারকে পরানো হয়েছে কমপ্রেসন বুট। দ্রুত ব্যথা কমাতে দুই পায়ে এই বিশেষ পোশাক পরানো হয়। এটা দেখতে অনেকটা প্যান্টের মত। এই কমপ্রেসন বুট শুধু ব্যথা কমায় না। সেই সঙ্গে রক্ত চলাচল সচল রাখে। কমিয়ে দেয় ফোলা। ক্ষতিগ্রস্ত টিস্যু পুনর্গঠন ও ক্র্যাম্প কমানোরও কাজ করে এই প্রযুক্তি। ব্রাজিলের এই ফুটবল তারকা ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছেন। কমপ্রেশন বুটটি তিনভাবে পায়ে ম্যাসেজ করা যায়। নেইমার আপাতত এই ম্যাসেজ নিয়েই সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছেও রয়েছে এই প্রযুক্তি।

এটি একসঙ্গে দুই পায়ে ব্যবহার করা যায়। স্প্যানিস সংবাদমাধ্যম এ এস জানিয়েছে, বার্সেলোনায় খেলার সময়ে নেইমার চোট পেয়েছিলেন। তখনও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। পরবর্তী ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, সেটা নির্ভর করছে কতটা তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। তবে ব্রাজিলীয় তারকা জানিয়েছেন, আগের থেকে তিনি অনেকটাই সুস্থ। দ্রুত তিনি মাঠে ফিরতে চান। এখন দেখার নেইমার কবে ফেরেন। এই চোট নিয়ে নেইমার আগেই ইনস্টাগ্রামে বলেছেন, জাতীয় দলের জার্সি পরে আমি যে গর্ব অনুভব করি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জিতলে নেইমারকে হয়তো ক্যামেরুনের বিপক্ষে খেলানোর ঝুঁকি নাও নেওয়া হতে পারে। কিন্তু এর বাইরে কোনো ফল হলে চোট পাওয়া নেইমারের দ্বারস্থ হতে পারে ব্রাজিল। ব্রাজিল ফুটবল দল জানে বিশ্বকাপের কঠিন সময় মাঠে নেইমার থাকলে তাদের কাজ অর্ধেক সহজ হয়ে যায়। কিন্তু পাশাপাশি নেইমারের ক্যারিয়ার মাথায় রাখতে হয়। কিন্তু দেশকে বিশ্বকাপ দেওয়ার জন্য এবার সব ব্যথা নিতে তৈরি নেইমার দা সিলভা। সাম্বা কিং কিন্তু বিশ্বকাপ পেতে মরিয়া।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News