স্কুলের বেহাল দশা

banner

#Pravati Sangbad Digital Desk:

ক্যানিং এর একটি স্কুল যার নাম যমুনা লক্ষীনারায়ণ উচ্চ বিদ্যালয়। সেখানে এখন রীতিমত ক্লাস চালানো দুর্বিষহ হয়ে উঠেছে।  জানা যাচ্ছে স্কুলের বিল্ডিং এর অধিকাংশ শ্রেণিকক্ষেই নাকি দেওয়াল এবং ছাদ থেকে চ্যাঙর ভেঙে পড়ছে। ক্লাস চলাকালীন ছাত্র-ছাত্রীদের হাতে গায়ে এবং মাথায় চ্যাঙর পোরে আঘাতপ্রাপ্ত হচ্ছে তারা। জানা গেছে এরকম ঘটনা যতবারই হয়েছে সেই ছাত্র বা ছাত্রীকে স্কুল থেকেই প্রাথমিক চিকিৎসা করিয়ে তাকে বাড়ি পাঠানো হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে, এই নিয়ে যথেষ্ট চিন্তামগ্ন হয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহ সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সাথে কথা বলে জানা গেছে যে স্কুলের এই পরিস্থিতির ব্যাপারে তারা গ্রামের পঞ্চায়েত প্রধান, বিডিও মহাশয় এবং উচ্চ শিক্ষা দপ্তরেও তারা জানিয়েছে। এখনই স্কুলের অবস্থার কোন উন্নতি সম্ভব নয় সুতরাং কিছুদিন অপেক্ষা করতেই হবে। কিন্তু এখন এই চ্যাংড় খসে পরা বিল্ডিং টিকে পুরোপুরি সিল করে দেয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। তাহলে এখন স্কুলে কি ক্লাস হচ্ছে না? কি অবস্থা এখন স্কুলটির? যদিও স্কুল চলে তাহলে কিভাবে চলছে ? স্কুলের প্রধান শিক্ষক মহাশয় জানাচ্ছেন যে স্কুলটি সিল করে দেওয়ার ফলে আপাতত কয়েকটা ক্লাসরুম খুলে সেখানে ক্লাস চালানোর ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও স্কুল বিল্ডিং এর চারতলার ছাদে চাঁচের বেড়া দিয়ে রুম বানিয়ে সেখানে অস্থায়ীভাবে ক্লাস চালানো হচ্ছে। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা আসবে ক্লাস করবে এটাই তো স্বাভাবিক কিন্তু এই ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে। স্কুলে পাঠানোর পর সারাদিন চিন্তা মগ্ন থাকছেন তারা কারণ ভেঙে পড়ায় আহত হতে পারে পড়ুয়ারা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা পর্যন্ত জানাচ্ছেন ভয়ে ভয়ে ক্লাস চালাচ্ছে তারা এবং খুব তাড়াতাড়ি স্কুলটির অবস্থার উন্নতি যাতে করানো যায় সেই ব্যবস্থাই নিতে চেষ্টা করছেন তারা। উপর মহলে জানানো হয়েছে এবং খুব শিগগিরই যাতে স্কুলটির অবস্থার উন্নতি হয় এবং পুনরায় স্বাভাবিক ক্লাস চালানো যায় সেই দিকে নজর দিচ্ছেন তারা।

          

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Joly Pramanick

Related News