Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

মা হলেন আলিয়া ভাট,কি বললেন চূর্ণী গাঙ্গুলি??

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

গত রবিবার ,৬ ই নভেম্বর বলিউড তারকা রণবীর কাপুর ও তার স্ত্রী আলিয়া ভাট এর কোল আলো করে জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান ।একটি সুস্থ কন্যা সন্তান এর জন্ম দিয়েছেন আলিয়া। আলিয়া এর গর্ভধারণ এর খবর শুনে তাকে অভিনন্দন জানিয়েছিলেন বিখ্যাত বাঙালি অভিনেত্রী ও পরিচালক চূর্ণী গাঙ্গুলি। বাংলার হাতে গোনা কয়েক জন ই অভিনয় করেছেন আলিয়া এর সঙ্গে । তাদের মধ্যে অন্যতম একজন হলেন চূর্ণী গাঙ্গুলি। করণ জোহর পরিচালিত ' রকি অর রাণী কি প্রেম কাহিনী ' সিনেমা তে আলিয়া,রণভির সিং,ধর্মেন্দ্র এর পাশাপাশি অভিনয় করেছেন চূর্ণী গাঙ্গুলি। ছবি টি মুক্তি পাবে ২০২৩ সাল এ। এই ছবি প্রসঙ্গেই আলিয়া এর সাথে চুর্নির ভালোভাবে পরিচয়।তাই আলিয়া এর সন্তান এর জন্মের খবর শুনে উচ্ছাসিত চূর্ণী tv ৯ বাংলার মঞ্চ থেকে আলিয়া কে ও রণবীর কে শুভেচ্ছা বার্তা দেন এবং বলেন,"যদিও ও আলিয়া এর মেয়ে,কাপুর বংশের সন্তান,তাও বলবো মেয়ে কে গ্ল্যামার আর চাকচিক্য থেকে দূরে রেখে যদি বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে বড় করা যায় তাহলেই সে জীবনের মূল্যবোধ বুঝতে পারবে। বাচ্চা ও তার মা আলিয়া কে অভিনন্দন।" চূর্নির স্বামী কৌশিক গাঙ্গুলি এবং ছেলে উজান গাঙ্গুলি কে নিয়ে ছোট্ট সংসার। তার স্বামী একজন বিখ্যাত বাঙালি পরিচালক ও অভিনেতা। চুর্নীর বড় হয়ে ওঠা কার্শিয়াং এ।এরপর তিনি কলকাতায় এসে পড়াশোনার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সেখানেই তার পরিচয় স্বামী কৌশিক গাঙ্গুলি এর সাথে। এরপর আস্তে আস্তে থিয়েটার থেকে শুরু করে হিন্দি সিরিয়াল এ অভিনয়,তারপর সিনেমা এভাবেই এগিয়ে গেছে তার জীবন। এখন ছেলে উজান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন।তিনি ' রসগোল্লা ' ও ' লক্ষ্মী ছেলে ' নামে দুটি সিনেমা তে অভিনয় ও করেছেন।
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News