ইলিশ উৎসবে বিশৃঙ্খলা

banner

journalist Name : Joly Pramanick

#Pravati Sangbad Digital desk:

ডাকবাংলো মোড়ের কাছে বারাসাত অ্যাসোসিয়েশনের বাঁকে হচ্ছে এক বড়সড় ইলিশ উৎসব। যে সে মাছ নয় একেবারে মাছের রাজা ইলিশ। যেখানে মাত্র ৫০০ টাকার বিনিময়ে পেট পুরে বাঙালি পাচ্ছে নানান রকমের ইলিশ এর স্বাদ। স্থানীয় তৃণমূল কাউন্সিলর এই উৎসবের আয়োজন করেছেন।অথচ এই উৎসবেই হচ্ছে চরম বিশৃঙ্খলা, অভিযোগ উঠেছে খাবার পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে ৩-৪ ঘন্টা। অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল পুরসভার চেয়ারম্যান অশনি মুখার্জিও। যে মাছের নাম শুনলে বাঙালির চোখ পকেট এর দিকে নয় একেবারে নজর আসে ইলিশ এর উপর।আর এক তারা সকলেই নগদ ৫০০ টাকার টিকিট কেটে চলে এসেছেন এই ইলিশ উৎসবে, যেখানে এসে তারা রেশন দোকানের মতো লাইন দেখেও পিছুপা হয়নি।কিন্তু অপেক্ষা করতে হচ্ছে ৩-৪ ঘন্টা তাও আবার কোনরকমে লাইনে পেরিয়ে ভিতরে আসতে পারলেও খাবার পাচ্ছেন না তারা।বলা হচ্ছে অপেক্ষা করুন,কিন্তু আর কত? প্রশ্ন তুলছেন লাইন এ দাড়িয়ে থাকা ইলিশ প্রেমীরা। তাদের দাবি খাবার যদি নাই দিতে পারে তবে টিকিট কেনো বিক্রি করেছে? তারা এত অপেক্ষার পর এসে শুনছে খাবার নাকি শেষ। উৎসবের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সাথে কথা বলে জানা যাচ্ছে তারা নাকি চাইছে সকল ইলিশ প্রেমীদেরকেই গরম গরম খাবার দিতে,তাই এই অপেক্ষা।তারা আরো বলেছেন ভিড় কমাতে একসঙ্গে ৪০০ জন মানুষকে খাওয়াচ্ছেন তারা। তবে বাঙালি কি জিভে জল আনা ইলিশ দেখে আরো কিছু সময় কি অপেক্ষার মাধ্যমে কাটিয়ে দিতে পারবে? না পারার কারণেই এত বিশৃঙ্খলা ছড়িয়েছে এই উৎসবে। অভিযোগকারীরা দাবি করেছেন তাদের টাকা ফেরত দেওয়া হোক। কিন্তু ম্যানেজমেন্টের কর্মীরা জানাচ্ছেন সকলকে তারা খাবার দেবেন একটু সময় লাগছে তবে খালি মুখে কেউ ফিরে যাবেন না। কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে অনেকের প্রেমে বিস্বাদ মুখে ফিরে যাচ্ছেন। কারণ তারা লাইনে দাঁড়িয়েও ৫০০ টাকার বিনিময়ে টিকিট কাটার পরেও পাননি কোনরকম ইলিশের পদ এমনটাই জানা যাচ্ছে অভিযোগকারীদের সূত্রে।


#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News