Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

দীর্ঘ ২৭ বছরের বন্ধুত্ব, ছোটবেলার বান্ধবীর বিয়েতে জমজমাট শুভশ্রীর বর্ধমানের বাড়ি

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk :

শীতের আমেজ পড়তেই শুরু হয়ে গিয়েছে, বিয়ের মরশুম। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ও মেতেছেন বিয়েবাড়ির আনন্দে। নিজের দীর্ঘ ২৭ বছরের পুরনো বান্ধবী সাত পাকে বাঁধা পড়ছেন বলে কথা। অনুষ্ঠানের একেবারে শুরুর দিন থেকে সঙ্গে রয়েছেন শুভশ্রী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই বান্ধবীর নাম সোহিনী বন্দ্যোপাধ্যায়। যিনি কিনা রাজ-শুভশ্রীর টিমের একজন সদস্যও বটে। সোহিনী বন্দ্যোাপাধ্যায় শুভশ্রীর ছোটবেলার বন্ধু। শুভশ্রী এবং সোহিনীর ইনস্টাগ্রাম ঘাঁটলেই বোঝা যায় তাঁদের বন্ধুত্ব কতটা গভীর। আর সোহিনী শুভশ্রীকে এখনও 'পুটাই' বলেই ডাকেন। কারণ, শুভশ্রীর জন্মদিনে তাঁকে এই নামেই সম্বোধন করে শুভেচ্ছা জানিয়েছিলেন সোহিনী। বন্ধুর বিয়ের পুরোটাই উপভোগ করতে অভিনেত্রী আগেই পৌঁছে গিয়েছিলেন তাঁর দেশের বাড়ি বর্ধমানে। এই কয়েকদিন সেখানেই রয়েছেন তিনি। ২০ নভেম্বর, রবিবারই সাতপাকে বাঁধা পড়েছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়। শুভশ্রী তাঁর ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়া পেজে উঠে এসেছে আইবুড়োভাত থেকে মেহেন্দি অনুষ্ঠানের ছবি। নীল কাতান শাড়িতে সেজে পাশে বসে আইবুড়োভাতে বন্ধুকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন শুভশ্রী। আবার তাঁর মেহেন্দির অনুষ্ঠানে হলুদ গাউনে সেজে হাতে রাজ এবং ইউভানের নামের মেহেন্দি এঁকেছেন অভিনেত্রী। 'মেরি ইয়ার কি শাদি হ্যায়' এই ক্যাপশানে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। নিজের মেহেন্দির অনুষ্ঠানে সবুজ পোশাকে সেজেছিলেন সোহিনী।

কিছুদিন আগে থাকতেই বর্ধমানে নিজের দেশের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শুভশ্রী। নীল শাড়িতে সেজে বন্ধুকে আইবুড়োভাত খাইয়েছেন তিনি। সেই ছবি শেয়ার করা হয়েছে শুভশ্রীর ফ‍্যানপেজে। মেহেন্দির অনুষ্ঠানে হলুদ গাউনে সেজেছিলেন অভিনেত্রী। অন‍্যদিকে সোহিনীর পরনে ছিল সবুজ গাউন। বিয়েতে লাল টুকটুকে বেনারসী ও গা ভরা গয়নায় সেজেছিলেন সোহিনী। প্রসঙ্গত, শুভশ্রীকে শেষ বার দেখা গিয়েছিল 'বৌদি ক‍্যান্টিন' ছবিতে। এক মহিলার রান্নার কাজের মাধ‍্যমে স্বাবলম্বী হওয়ার গল্প বলেছে বৌদি ক‍্যান্টিন। ছবির পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ‍্যায়। তবে বক্স অফিসে তেমন ভাল ব‍্যবসা করতে পারেনি ছবিটি। আগামীতে অবশ‍্য একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রীর। আসন্ন ডক্টর বক্সী ছবিতে শুভশ্রী রয়েছেন মৃণালিনীর ভূমিকায়। পেশায় একজন লেখিকা তাঁর চরিত্রটি। পাশাপাশি ইন্দুবালা ভাতের হোটেল ছবিতেও দেখা যাবে শুভশ্রীকে। ছবির পোস্টারে প্রস্থেটিক মেকআপের কল‍্যাণে এক নিমেষে বৃদ্ধা হয়ে গিয়েছেন তিনি! কল্লোল লাহিড়ীর অত‍্যন্ত জনপ্রিয় উপন‍্যাস 'ইন্দুবালা ভাতের হোটেল'কে পর্দায় আনতে চলেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ওয়েব সিরিজে মুখ‍্য চরিত্র ইন্দুবালার ভূমিকায় থাকছেন শুভশ্রী। এটাই তাঁর ওয়েব ডেবিউ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News