Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

"আসল উন্নয়ন আনবে বিজেপিই।" -মোহাম্মদ মুক্তার

banner

journalist Name : Payel Das

#বেলেঘাটা:

তৃণমূল কংগ্রেস উন্নয়ন আনবে বলছে আবার বিজেপিও বলছে তারাও জনগণের জন্য উন্নয়ন করতে চান। তৃণমূলের উন্নয়ন কোনো উন্নয়নই নয়, আসল উন্নয়ন তো তাদের হাত ধরেই  আসবে। ঠিক কতটা কি উন্নয়ন করবে বিজেপি সরকার সেটা জানতেই আজ কলকাতা পৌরসংস্থার বেলেঘাটা এলাকার ২৯নং ওয়ার্ডের বিজেপি প্রার্থীর মুখোমুখি প্রভাতী সংবাদ –
●● “কাকে অনুসরণ করে আপনার এই রাজনীতিতে আসা?”
●● “তথাগত রায় যখন এই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন অনেকে দেখে আমি আপ্লুত হয়ে যায় পার্টিতে যোগদান করি। তারপর আস্তে আস্তে রাহুল সিনহার সাথে আমি কাজ করতে শুরু করি। তারপরে পার্টি আমার  কাজ দেখে খুশি হয়ে আমাকে এই বেলেঘাটা এলাকার ২৯নং ওয়ার্ডের প্রার্থী হওয়ার সুযোগ দেয় আমাকে, তার জন্য আমি পার্টির কাছে খুবই কৃতজ্ঞ।এই ভাবেই আমার এই রাজনীতিতে এসে যোগদান করা এবং মানুষদের জন্য কাজ করা করা শুরু হয়।”


●● “নির্বাচনে জেতার সম্পর্কে কতটা আশাবাদী আপনি? এবং মানুষ কেনই বা আপনাকে ভোট দেবেন?”
●● “নির্বাচনে জেতার এবং হারার বিষয়টা তো আমাদের হাতে থাকে না, সেটার হেড হয় জনগণ। যদি জনগণ বোঝেন যে আমার এখানে জিতে আসাটা আবশ্যক তাহলে নিশ্চই জিতবো আর যদি জনগণ আমাকে না চায় আমি হেরে যাবো। সবটাই জনগণের ওপর নির্ভর করছে।”


●● “নির্বাচনে  জিতে গেলে আপনি কি কি উন্নয়ন করবেন?”
●● “সবার আগে মানুষের পানীয় জলের ব্যবস্থা করে মানুষের প্রাণ বাঁচাবো, দ্বিতীয় রাস্তাঘাট পরিবেশ সুন্দর করে ঝা চক চকে করে তুলবো, রাস্তায় ভালো আলোর ব্যবস্থা করবো, মানুষের যত যা অসুবিধা আছে সব মিটিয়ে দেওয়ার চেষ্টা করবো। রাতারাতি হয়তো যদি নাও পারি তাও চেষ্টা করতে চাই।”
●● “এখন তো শাসকদলের সরকার ক্ষমতায় আছে, এই নির্বাচনের পরে আপনারা সরকার গড়বেন, এটা নিয়ে কতটা আশাবাদী আছেন?”
●● “শাসকদল তো জোর করে ভয় দেখিয়ে  মানুষের থেকে এই ভোট আদায় করেছে। ওরা তো সৎ পথের পথিক নয়। নরেন্দ্র মোদির সরকার মানুষের উপকারে আসছে কিনা তা মানুষকে ঠিক মতো বিচার করতে দিলেই তা পরিষ্কার হয়ে যাবে। মানুষ আমাদেরকেই চায় কিন্তু শাসকদলের ক্ষমতার কাছে নতি স্বীকার করে নিচ্ছেন।”
●● “এই ওয়ার্ডের বিধায়কের ভূমিকা কেমন?”
●● “যত কম বলা যায় ভালোই হবে। আজ অব্দি কোনো উন্নয়ন করতে পারেন নি তিনি তাও বলছেন উন্নয়ন করেছেন। এই এলাকাতে প্রতিদিন কিছু না কিছু ঝামেলা লেগেই থাকব। আমি ক্ষমতায় আসলে এই অঞ্চলে ঝামেলা রোধ করার ব্যবস্থা করবো।  আমি উন্নয়ন করেই বলবো উন্নয়ন করেছি। তৃণমূলের মতো কাজ না করেও বলবো না যে কাজ করেছি।”

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক রাজ্য
Related News