Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

'তু মেরা হ্যায়!', নিজের প্রথম ফিল্মফেয়ার সিদ্ধার্থকে উত্‍সর্গ শেহনাজের

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

গত বছর সেপ্টেম্বরে সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন সিদ্ধার্থ শুক্লা। আচমকা হৃদরোগ কেড়ে নিয়েছিল তাঁর প্রাণ। সিদ্ধার্থের অকাল মৃত‍্যুতে ভেঙে পড়েছিলেন তাঁর চর্চিত প্রেমিকা শেহনাজ গিল। দীর্ঘদিন পর্যন্ত নিজেকে ঘরবন্দি রেখেছিলেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরতে অনেক সময় লেগেছিল তাঁর। কিন্তু শেহনাজ যে তাঁর সিডকে ভোলেননি তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি। দুবাইতে অনুষ্ঠিত ফিল্মফেয়ার মিডল ইস্ট অ্যাচিভার্স নাইট অ্যাওয়ার্ডসে উপস্থিত ছিলেন শেহনাজ। বেস্ট এমার্জিং ফেস অফ বলিউড অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি। এই পুরস্কারটা প্রয়াত সিদ্ধার্থকে উত্‍সর্গ করেন শেহনাজ। তাঁর মন্তব‍্যের ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়। বিনোদন দুনিয়ায় যথেষ্ট নাম করেছেন শেহনাজ গিল এখন। তবে বিগ বসেই যখন এই মেয়েটা এসেছিল তখন অনেকেই ভেবেছিল হয়তো কিচ্ছু হবে না এর দ্বারা। তবে সেই ঘরই বদলে দিয়েছিল পঞ্জাবের গায়িকা-অভিনেত্রীর জীবন। কারণ সেই ঘর থেকেই কাছাকাছি আসেন সিদ্ধার্থ শুক্লা আর শেহনাজ। শো-র পরেও শোনা যায় শেহনাজকে গাইড করছিলেন এই বালিকা বধূ অভিনেতাই।

তবে হঠাত্‍ই সব বদলে যায় ২০২১ সালের ২ সেপ্টেম্বর। আচমকা হৃদরোগে আক্রান্ত হন সিদ্ধার্থ। সেইসময় মাথায় আকাশ ভেঙে পড়লেও ধীরে ধীরে নিজেকে সামলান। মাসখানেক লোক চক্ষুর আড়ালে থাকার পর ফেরেন কাজে। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো-তে নিজের পাওয়া পুরস্কারের কৃতিত্ব সিদ্ধার্থকেই দিলেন। বলা ভালো পাবলিক প্ল্যাটফর্মে সিদ্ধার্থ চলে যাওয়ার পর এই প্রথম তাঁর নাম নিলেন এভাবে।ফিল্মফেয়ার রাইজিং স্টারের অ্যাওয়ার্ড পেয়ে খুশিতে আপ্লুত হন অভিনেত্রী। কিছুটা নিজস্ব ঢঙেই বলে ওঠেন প্রথমটায় 'এই অ্যাওয়ার্ড আমার টিম, পরিবার বা বন্ধুদের উত্‍সর্গ করতে চাই না কারণ এটা আমাক কঠোর পরিশ্রমের ফল। তুই আমার আর সবসময়ই আমারই থাকবি।' তারপর নিজের কথায় একটা ছোট্ট বিরতি নেন, এক ঝলক সেই অ্যাওয়ার্ডের দিকে তাকিয়ে হঠাত্‍ই বলে ওঠেন, 'তবে একটা ব্যাপার আছে, আমি আরেক বান্দাকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য আর আমার উপরে এত বিনিয়োগ করার জন্য, ওই কারণেই আমি এতদূরে আসতে পেরেছি আজ। সিদ্ধার্থ শুক্লা এটা তোমার জন্য।' কথা শেষ করে এক মুহূর্তও দাঁড়াননি। সোজা নেমে যান স্টেজ থেকে। তবে সেখানে উপস্থিত সকলে তখন চিত্‍কার করে সিদ্ধার্থ আর শেহনাজের নাম নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এরপরই হু হু করে ছড়িয়ে পড়ে এই ভিডিয়ো। অনেকেই লিখেছেন, শেহনাজ প্রমাণ করে দিয়েছে সে এখনও কতটা ভালোবাসে সম্মান করে সিদ্ধার্থ শুক্লাকে। তাঁদের দেওয়া 'সিডনাজ' নামটা সত্যিই সার্থক। কারণ সিড চলে গেলেও শেহনাজের মধ্যেই থেকে যাবেন তিনি। সারা জীবন।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News