Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

পাহাড়ের শহরে টলি কুইন শ্রাবন্তী চ্যাটার্জী

banner

journalist Name : Aparna Dutta

# Pravati Sangbad Digital Desk:

সৌন্দর্য তার কাছে হার মেনেছে। আট থেকে আশি প্রায় সকলেই তার রূপের মুগ্ধতায় উদ্বুদ্ধ। বরাবরই নিউজ ফিডে থাকতে পছন্দ করে থাকেন তিনি। ফেসবুক হোক বা নিউজ পেপার কমবেশি রোজই কিছু না কিছু খবর রয়েছে তাকে নিয়ে। ভাবছেন কে তিনি? তিনি আর কেউ নন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী কিছু ছবি শেয়ার করছেন। বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অল্প বিস্তর আলোচনা চলে। কিছুদিন আগেই শ্রাবন্তী ও তাঁর রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর এক পোস্টকে কেন্দ্র করে চলে তুমুল হইচই। তবে তিনি সোশ্যাল মিডিয়ার যতই আলোচ্য বিষয় হোক না কেন মিডিয়ার চর্চা এবং ট্রোলকে খুব একটা পাত্তা দেন না অভিনেত্রী। অভিনয়ের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী। ছুটির ফাঁকে ঘুরতে কে না পছন্দ করে! তিনিও মাঝে মধ্যেই চলে যান বেড়াতে আর সেই ছবি ভাগ করে নেন তার ভক্তদের মধ্যে। যদিও এবার আর বেড়াতে যাওয়ার সূত্রে নয়, এই ছবিগুলি শুটিংয়ের ফাঁকেই তুলেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী তার আগত সিনেমা “হাঙ্গামা ডট কম এর শুটিংয়ের জন্য উত্তেজিত রয়েছেন আর সেই শুটিংয়ের জন্যই তিনি বর্তমানে উপস্থিত হয়েছেন কালিম্পংএ। সেখানেই তিনি শুটিংয়ের ফাঁকে কয়েকটি ছবি তুলে সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন। সোশাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের কাছাকাছি থাকেন টলি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যক্তিগত জীবনের প্রায় প্রতিটি মুহূর্তকেই নিজের সোশাল মিডিয়া পেজে শেয়ার করেন অভিনেত্রী। এই মুহূর্তে পাহাড়ের কোলে ছুটির মুডে রয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিগুলিতে অভিনেত্রীকে দেখা যাচ্ছে একটি কালো রঙের টপ ও কালো রঙের জিন্সে, কোমড়ে বেঁধেছেন ধূসর কালারের সোয়েটার, সাথে হাই হিল, খোলা চুল ও হালকা মেকআপ। অভিনেত্রীর এই লুক নজর কেড়েছে বেশ কিছু নেটিজেনদের। অভিনেত্রী তার ক্যাপশনে লিখেছেন “যেখানে গিয়ে নিজেকে জীবন্ত মনে হয়, সেখানেই যাওয়া উচিত”।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News