Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

জি বাংলার 'রাঙা বউ’ ধারাবাহিকের হাত ধরে কামব্যাক শ্রুতির

banner

journalist Name : Susmita Das

# Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রুতি দাস। গত বছর ‘দেশের মাটি’ ধারাবাহিকে শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তারপর দীর্ঘ সময় কাজ না পাওয়ার অভিযোগ জানিয়েছিলেন শ্রুতি, এমনকি একথাও তিনি স্পষ্ট করেই জানিয়েছিলেন কোনও পার্শ্বচরিত্র নয় ফিরলে তিনি ধারাবাহিকের ‘নায়িকা’ হয়েই ফিরবেন। মাঝে অবশ্য একটি বিশেষ চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে কালী চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সে তো আর লম্বা টানা সফর নয়। আর এবার জি বাংলার হাত ধরেই ফিরছেন তিনি। আগেই শোনা গিয়েছিল পুজোর পর জি বাংলায় আসছে বেশ কয়েকটি সিরিয়াল। যার জেরে কোপ পড়বে, পুরনো কয়েকটি মেগাতে। এবার সামনে এল আরও একটি নতুন ধারাবাহিকের প্রোমো। '‌ত্রিনয়নী'‌র পর ফের জি বাংলায় ফিরতে চলেছে গৌরব-শ্রুতির জুটি।  ২০১৯ সালে  জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয় ‘ত্রিনয়নী’ এক অলৌকিক গল্প । প্রথম এপিসোড থেকেই নজর কাড়ে এই শো। বিশেষ করে অভিনেত্রী শ্রুতি ও গৌরবের অভিনয়। দৃপ্ত ও নয়ন হিসেবে ভূয়সী প্রশংসা পেয়েছিলেন। এবার আর অলৌকিক গল্প নয়। এবার  নয়ন ও দৃপ্তর সফরটা একটু অন্যরকম।

প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দারের হাত ধরেই জি বাংলায় শুরু হতে চলেছে '‌রাঙা বউ'‌, আর সেখানেই একসঙ্গে দেখা যাবে গৌরব রায় চৌধুরী ও শ্রুতি দাসকে। '‌পিলু'‌ সিরিয়ালে গৌরব রায় চৌধুরীকে দেখা যায় আহিরের চরিত্রে। সম্প্রতি শেষ হয়েছে '‌পিলু'‌। আর এই সিরিয়াল শেষ হতে না হতেই দর্শকদের প্রিয় গৌরব-শ্রুতি নিয়ে হাজির হবে '‌রাঙা বউ'‌। গায়ের রং এর কারণে বারংবার আঘাত করা হয়  শ্রুতিকে । অভিনয় দক্ষতা সত্ত্বেও গায়ের রঙের অজুহাতে তাঁকে প্রায় কোণঠাসা করেছিল ইন্ডাস্ট্রি। নেটিজেনদের একাংশ তাঁকে ট্রোল করতে ছাড়েননি। শ্রুতির শেষ ধারাবাহিক ‘দেশের মাটি’-তে শুধুমাত্র তাঁর গায়ের রঙের কারণে কিছু মূর্খ নেটিজেন নায়িকা বদলের দাবি করেছিলেন। তবে অবশেষে সব বাধা পেরিয়ে এগিয়ে গিয়েছেন শ্রুতি। এবার তিনি জি বাংলার পর্দাতে খুব শীঘ্রই আসতে চলেছেন ‘রাঙা বউ’-এর চরিত্রে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই নতুন ধারাবাহিকের প্রোমো। উচ্ছ্বসিত শ্রুতি নিজেও। ধারাবাহিকে শ্রুতির নাম পাখি। গ্রামের কোনও মেয়ে নাকি তার হাতে না সেজে বিয়ে করতে যায় না। কিন্তু পাখি নিজে? সে নাকি একেবারেই সেজে থাকে না। তার শখ, নিজের বিয়ের দিন সুন্দর করে সেজে বিয়ে করবে সে। কিন্তু হঠাৎ করেই তার বিয়ে হয়ে যায়। কোথায় সাজ? লাল তাঁতের শাড়ি আর সামান্য চন্দনের সাজেই বিয়ে করে নিতে হয় ধারাবাহিকের পাখিকে। কিন্তু সেখানেও বিপত্তি। নৌকায় যেতে যেতে হঠাৎই স্মৃতি হারিয়ে যায় পাখির স্বামীর। তারপর কি হবে পাখির ? নতুন কোন লড়াই করতে হবে গ্রামের মেয়ে পাখিকে? সেই গল্পের উত্তর পাওয়া যাবে নতুন ধারাবাহিকে। সূত্রের  খবর , চলতি মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে নতুন ধারাবাহিকের শুটিং। তবে কবে ও কোন সময়ে, কোন ধারাবাহিকের পরিবর্তে জি বাংলায় এই নতুন  ধারাবাহিক দেখানো হবে সে নিয়ে এখনও কিছু  জানানো হয়নি। 
#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

বিনোদন
Related News