#Pravati Sangbad Digital Desk:
“অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হলে দিলীপ ঘোষকে গ্রেফতার করা হল না কেন?” গতকাল ডায়মন্ড হারবার থেকে তৃণমূল সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি তুলেছিলেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দিলীপ ঘোষের গ্রেফতারির জন্য। আর আজ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখেও শোনা গেল একই কথা। আজ ঝাড়গ্রামে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, “পার্থর বাড়ি থেকে অর্পিতার দলিল উদ্ধার হয়েছিল, তারপরেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাঁকে গ্রেফতার করেছিলো। তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার হওয়ার পরেও কেন তাঁকে গ্রেফতার করা হল না”। প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের দলিল। তারপরেই সিবিআই জেরা করে অর্পিতা মুখোপাধ্যায়কে এবং গ্রেফতার হন অর্পিতা। অন্যদিকে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের মূল মাথা প্রসন্ন রায়ের বাড়ি থেকে বিজেপি সাংসদ তথা বিজেপি ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দলিল উদ্ধার হওয়ার পরেও কেন তাঁকে গেরফতার করা হল না এই প্রশ্নতেই সরব তৃণমূল শিবির। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন, ‘দুর্নীতির সাথে যারা যুক্ত তাঁদের সকলের শাস্তি হবে’। কিন্তু দিলীপ ঘোষের দলিল মেলার পরেও তাঁকে কেন ছেড়ে দেওয়া হল এই প্রশ্ন তুলছে ঘাসফুল শিবির। এ ব্যাপারে দিলীপ ঘোষের দাবি, “আমি তৃণমূলের নেতাদের মতো লুকিয়ে কিছু করিনি। আমার দলিল আমি তা স্বীকার করেছি”।
#Source: online/Digital/Social Media News # Representative Image