চন্দননগরে দেখা মিলল বাপুজির

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

পুজোর মরশুমে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় হঠাৎ দেখা গেল পূর্ব মেদিনীপুর কোলাঘাটের বাসিন্দা ‘মহাত্মা গান্ধী’ ওরফে কোলাঘাটের শ্রীদাম মণ্ডলকে। সারা শরীরে রুপালি রং করে মানুষকে আনন্দ দিয়ে বেড়ান তিনি। মানুষকে আনন্দ দিয়েই তিনি মূলত রোজগার করে থাকেন।
চন্দননগরের রাস্তায় কখনো বা বাগবাজারে আবার কখনও দেখা মিলছে হেলাপুকুরে । মন্ডপের আগত দর্শনার্থী ছাড়াও ছোটরা ‘বাপু’র হাত ধরে বা পাশে দাঁড়িয়ে ছবি তুলছে। এছাড়াও সেলফি তো রয়েছেই।
বড়রাও ভিড় করে দেখছেন সেই দৃশ্য। মধ্যবয়সী শ্রীদাম গত ১০ বছর ধরে গান্ধী সাজেন। নিজের পেটও চালান ‘বাপু’ সেজেই। তিনিও হাতে লাঠি, চোখে গোল চশমা, পরনে সাদা ধুতি পরে অবিকল নকল করেছেন তাঁকে। তিনি বলেছেন, ‘‘আমি খুব গরিব। গান্ধী সেজে আমার পেট চলে।’’ 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News