Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

জগদ্ধাত্রী মায়ের আরাধনায় সেজে উঠেছে চন্দননগর

banner

journalist Name : Aparna Dutta

#Pravati Sangbad Digital Desk:

বাঙালির দুর্গাপুজো, কালীপুজোর পর আবারও আলোর সাজে মেতে উঠেছে শহর। প্রতি বছরের মতো এ বছরও জগদ্ধাত্রী পুজোয় জমজমাট চন্দননগর। প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পুজো দেখে  ইন্দ্রনারায়ণ চন্দননগরে লক্ষ্মীগঞ্জে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। চন্দননগরে পুজোর বিশেষ আকর্ষণ আলোকসজ্জা। প্রতি বছর সেরার সেরা সম্মান লাভ করে চন্দননগর। লক্ষ লক্ষ মানুষ আসে এই শহরে পুজো দেখার জন্য। চন্দননগরের চাউলপট্টির জগদ্ধাত্রী পুজো প্রায় ৩০০ বছরের বেশি পুরনো। এখানের জগদ্ধাত্রী ঠাকুরকে 'আদি মা' বলে ডাকা হয়। 
২৯ শে অক্টোবর থেকে শুরু হয়ে গেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। ১লা নভেম্বর অর্থাৎ আজ অষ্টমী। এই অষ্টমীতে ১০৮ টি রক্তপদ্ম নিবেদন করার রীতি আছে। দর্শনার্থীদের ভিড় এতই বেড়েছে যে অতিরিক্ত ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সকলের সুবিধার জন্যে গাইড ম্যাপের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়াও দর্শনার্থীদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য রয়েছে কড়া পুলিশ প্রশাসন। পুজোর দিনগুলিতে বন্ধ থাকবে অটো - টোটো পরিষেবা। শুধু চন্দননগরই নয়, হুগলি জেলার আরো একটি শহর মেতে উঠবে আলোর সাজে। চন্দননগর থেকে হাওড়া যেতে ঠিক কয়েকটা স্টেশন আগেই পরে রিষড়া। চন্দননগরের নবমীতে রিষড়ায় শুরু হয় ষষ্ঠী। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে রিষড়ায়। নিরাপত্তা প্রদান নিয়ে যথেষ্ট ব্যাস্ত প্রশাসন। বৃহস্পতিবার অর্থাৎ ২৭ শে অক্টোবর রিষড়া পৌরসভার ইঞ্জিনিয়ার মানস চক্রবর্তী বিসর্জনের আগে সমস্ত কেবিল তার সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও পুজোর দিনগুলিতে অতিরিক্ত পুলিশি ব্যাবস্থা মোতায়েন করা হবে বলেও জানা গিয়েছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News