রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা, ছট পুজো উপলক্ষে রয়েছে বিকল্প ব্যবস্থা

banner

#Pravati Sangbad Digital Desk:

বিগত কয়েক বছর ধরে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে যেকোনো সামাজিক অনুষ্ঠান পালনে রয়েছে নিষেধাজ্ঞা। গ্রিন ট্রাইবুনালের এই নির্দেশকে মাথায় রেখে এবারেও ছট পুজোয় বন্ধ হল রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরের ঘাট। শনিবার সন্ধে ৭টা থেকে সোমবার বিকেল ৪টে পর্যন্ত সরোবরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল 'কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি' (KMDA)।
দেশের বড় বড় শহরগুলিতে প্রতিবছরই আড়ম্বর সহকারে পালিত হয়ে আসছে ছট পুজো। কলকাতা থেকে মুম্বাই, দিল্লি থেকে ব্যাঙ্গালোর সব জায়গাতেই ঘাটে ঘাটে মানুষের ভিড়। আর এই ছট পুজোতেই বন্ধ হয়ে গেল রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর। এই দুই সরোবর যাতে কোনোভাবেই আবর্জনা পূর্ণ হয়ে না ওঠে সে কারণেই শনিবার সন্ধ্যা থেকে সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই সরোবরের চারপাশে ব্যারিকেড তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। পুণ্যার্থীদের সুবিধার্থে ব্যারিকেড গুলিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে বিকল্প জলাশয় গুলির তালিকা‌ও। পাশাপাশি ২৪ ঘন্টা তৎপর রয়েছে প্রশাসন।
কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানান, "পুরসভার পক্ষ থেকে একাধিক কৃত্রিম জলাশয় এবং ঘাট তৈরি করে দেওয়া হয়েছে। পাশাপাশি চেঞ্জিং রুম ও আলোর ব্যবস্থা করা হয়েছে। যদিও দু'বছর ধরে কেউ রবীন্দ্র সরোবর বা সুভাষ সরোবরে যাচ্ছেন না। কারণ মানুষ সচেতন।" একই সাথে তিনি জানান, ছট পূজা উপলক্ষে ১৫ টি কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ১৮ টি গঙ্গার ঘাটে রয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। এছাড়াও প্রত্যেকটি ঘাটে থাকছে পর্যাপ্ত ডুবুরি এবং নৌকার ব্যবস্থাও। এমনকি পুলিশের সাথে প্রত্যেকটি ঘাটে থাকবেন দুজন করে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীও। দশমীর রাতের হড়পা বানের ভয়াবহতাকে মাথায় রেখে রবিবারের ছট পূজায় সম্পূর্ণভাবে তৎপর প্রশাসন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Uddyaloke Bairagi

Tags: