Flash News
  1. এবার বইমেলায় নেই আমেরিকা ! তবে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন
Wednesday, January 21, 2026

আজ আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন মল্লিকারজুন খাড়গে

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk :

কংগ্রেসের রোদ বদল, দীর্ঘ দু’দশক পর। আজ আনুষ্ঠানিক ভাবে দলের সভাপতি পদে দায়িত্ব নিলেন মল্লিকারজুন খারগে। আজ দিল্লির সদর দফতরে কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রির কাছে তিনি দায়িত্ব ভার বুঝে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী, কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীসহ আরও শীর্ষ নেতৃত্ব। দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় ধরে দলের সভাপতিত্ব করেছেন সোনিয়া গান্ধী, কিন্তু এবার ইতি পড়লো সেই রীতিতে। এই প্রথম গান্ধী পরিবারের কেউ দাঁড়ালেন না নির্বাচনে। গত ১৯শে অক্টোবর নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়, তাতেই ৭ হাজার ভোটে জয় লাভ করেন খাড়গে। তবে প্রথম থেকেই মল্লিকারজুন খাড়গের পাল্লা ভারী ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে দীর্ঘ রীতি ভেঙে ফল প্রকাশের দিন নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে গিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। আজ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সোনিয়া গান্ধী বলেন, “দায়িত্ব থেকে মুক্তি পেয়ে আমার বেশ হালকা বোধ হচ্ছে। আমি অনেক কিছু পেয়েছি সভাপতি হিসাবে। জীবনের শেষ দিন পর্যন্ত ভুলবো না”। বর্তমানে নিজেদের রীতি ভেঙে নতুন রুপে আত্মপ্রকাশ করছে জাতীয় কংগ্রেস।
  
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News