Flash News
    No Flash News Today..!!
Friday, January 9, 2026

এবার দীঘা যান মাত্র ৪৫ টাকায়

banner

journalist Name : Srimita Sasmal

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘদিন ধরে করোনার অতিমারিতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সব দেশেরই অর্থব্যবস্থা। ভারত ও তার ব্যতিক্রম নয়। তবে ভারতের অর্থব্যবস্থার অন্যতম ভীত রেল ব্যবস্থা ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনার জন্য বাতিল করা হয়েছিল বহু ট্রেন। কিন্তু ধীরে ধীরে আবার বাতিল হয়ে যাওয়া ট্রেনগুলি ফিরিয়ে আনার ব্যবস্থা করছে রেল দপ্তর। ভারতের লাইফ লাইন তো এই ট্রেন ,যা সাধারণ মধ্যবিত্ত মানুষকে সস্তায় অথচ সুরক্ষিত ও আরামদায়কভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। বিভিন্ন লোকাল ট্রেনের মধ্যে দীঘাগামী লোকাল ট্রেনে ও ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে গত ৩১শে আগস্ট থেকে। দীঘাগামী এই লোকাল ট্রেনগুলো ছাড়ে পাঁশকুড়া স্টেশন থেকে। রেল দপ্তর থেকে জানানো হয়েছে এই ট্রেন চলবে সপ্তাহে চারদিন ,সোম, মঙ্গল ,বুধ ও বৃহস্পতিবার। দুপুর ২:২০ মিনিটে পাঁশকুড়া থেকে ছাড়বে এই ট্রেন দিঘার উদ্দেশ্যে এবং দীঘায় পৌঁছবে বিকেল পাঁচটার সময় ।আবার ৫:২৫ এ এটি রওনা দেবে দীঘা থেকে এবং পাশকুড়া এসে পৌঁছাবে সন্ধ্যা ৭:৪৫ নাগাদ। হাওড়া থেকে পাঁশকুড়া যাওয়ার উপায় ও খুবই সহজ। এর জন্য আপনি হাওড়া থেকে খড়গপুর ,মেদিনীপুর বা পাঁশকুড়া লোকাল ধরে যেতে পারেন ।হাওড়া থেকে আপনি পাঁশকুড়া পৌঁছে যেতে পারেন দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে। অর্থাৎ কলকাতার চ্যাপচাপে গরম থেকে পাঁচ ঘন্টার মধ্যে নিস্তার পেতে পারেন আর পৌঁছে যেতে পারেন দীঘার সমুদ্র সৈকতে। তার জন্য খরচ হবে কত তা কি জানা আছে? হাওড়া থেকে পাঁশকুড়া যাওয়ার টিকিটের খরচ ১৫ টাকা এবং পাঁশকুড়া থেকে দীঘা যেতে লাগবে ৩০ টাকা। অর্থাৎ মাত্র ৪৫ টাকা দিয়ে আপনি পৌঁছে যেতে পারেন দীঘা সমুদ্র সৈকতে ।আর কি ভাবছেন? তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নিন। আর এই নভেম্বরের ঠান্ডা ফুরফুরে আবহাওয়া অনুভব করতে চলে যান সপরিবারে দিঘাতে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News