Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ঠনঠনে অর্থ ভাণ্ডার ভরিয়ে তুলতে উদ্যোগী রাজ্য সরকার

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যের আর্থিক হাল ফিরিয়ে আনতে মরিয়া প্রশাসন। আগামী ১২ই নভেম্বর রাজ্যের অ্যাকাউন্ট জেনারেলের তরফ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত দফতরের অর্থসচিবেরা, সেই সাথে আমন্ত্রন জানানো হয়েছে রাজ্যের ট্রেজারি অফিসারদের। সূত্রের খবর, আর্থিক ফাঁক পূরণ করতেই রাজ্যের এই উদ্যোগ। রাজ্যের বিভিন্ন দফতরের ক্ষেত্রে যে আর্থিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান উঠে এসেছে, এবার তা ভরাট করতে চাই রাজ্য সরকার। সেই কারণেই বৈঠক ডেকেছে রাজ্যে অ্যাকাউন্ট জেনারেল। এদিন বৈঠকের পাশাপাশি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে কিভাবে আর্থিক ক্ষয়ক্ষতি বন্ধ করা যায় তার ওপর দৃষ্টি আকর্ষণ করবেন রাজ্যের অ্যাকাউন্ট জেনারেল, অন্যদিকে কোন আধিকারিকের সমস্যা থাকলে এদিন তাও মিটিয়ে দেওয়া হবে জানতে পারা গিয়েছে। বর্তমানে রাজ্যের আর্থিক অবস্থা তথৈবচ, সেখান থেকে নিজেদের তুলে আনতে চাই রাজ্য সরকার। তাই অযথা খরচ বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার। রাজ্যের অর্থাভাব এখন নিত্য দিনের সঙ্গি। ঠিক সেই কারণেই একের পর এক জনমুখী প্রকল্প চালাতে হিমশিম খাচ্ছে রাজ্য সরকার। যদিও রাজ্যের তরফ থেকে কেন্দ্র সরকারকেই দায়ি করা হয়েছে। রাজ্যের দাবি, “কেন্দ্রের কাছে কোনরকম আর্থিক সাহায্য মেলেনা। আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগের টাকাও দেয়নি কেন্দ্র সরকার। বন্ধ রয়েছে ১০০ দিনের প্রকল্পের টাকাও”। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার দাবি লেগেই রয়েছে। সব মিলিয়ে রাজ্যের অবস্থা এখন গোঁদের ওপর বিষ ফোঁড়ার মতো। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News