Flash News
    No Flash News Today..!!
Sunday, January 11, 2026

বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলার সন্তোষী

banner

journalist Name : Sampriti Gole

#Pravati Sangbad Digital Desk:

কথায় আছে যে রাঁধে সে চুল ও বাঁধে। এই কথাটাই বাস্তবায়িত করে দেখাল হাওড়ার সন্তোষী বালিয়াল। বাংলার বাকি সব গৃহবধূর মতো সন্তোষীও সংসার, নিজের ছোটো ছেলেকে সামলে আজ তিনি বিশ্ব চ্যাম্পিয়ন। সমস্ত কাজের পরে বেঁচে যাওয়া সময়কে শরীরচর্চার কাজে লাগিয়ে হাওড়ার সন্তোষী বালিয়াল বিশেষ ক্রীড়ার বিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ সোনাজয়ী। কিছুদিন আগেই কমনওয়েলথ গেমসে হাওড়ার অচিন্ত্য শিউলি ভারোত্তলনে সোনা জেতেন। সন্তোষীর কৃত্তিত্বটাও যে খুব কম যায় না তা একেবারেই বলা যায় | কেটেবেল ভারোত্তলন এখন গোটা বিশ্বে মন জয় করছে। শরীরচর্চা করতে গিয়ে অনেকেই বিভিন্ন ভাবে ভার তোলেন | সেই রকমভাবেই এই বিশেষ ধরণের লোহার ডাম্বেলের মতই দেখতে হয়, অনেকটা ঘরের ব্যবহারের চায়ের কেটলির মতো আকারের এই বিশেষ ধরণের সরঞ্জাম | দীর্ঘ দিন ধরে চললেও শেষ ১৫-২০ বছর ধরে এই ক্রীড়ার গ্রহণ যোগ্যতা বাড়ছে বিশ্ব জুড়ে | এই বছর দিল্লিতে অনুষ্ঠিত হয় IIUKL WORLD KETTLEBEIL প্রতিযোগিতা | সেখানেই মহিলা বিভাগে প্রতিযোগিতার সেরা হন হাওড়ার ব্যাটরার বাসিন্দা সন্তোষী বালিয়াল |
ছোটবেলা থেকে স্কুলের বিভিন্ন খেলায় যোগদান করা সন্তোষীর বিয়ে হয় বডি বিল্ডার ও শরীরচর্চার শিক্ষক কৌশিক বালিয়ালের সাথে |স্বামীর ইচ্ছাতেই শরীরচর্চা করতে শুরু করেন সন্তোষী। নিজের ছোটো ছেলেকে সামলে, সংসারের সব কাজ সামলে আজ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী তিনি। 
আমেরিকা, রাশিয়ার সমস্ত প্রতিযোগিদের হারিয়ে সন্তোষী শুধু সারা বিশ্বের কাছে বাংলাকে গর্বিত করেছে তাই নয়, বাংলার মহিলাদের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে। সংসার পরিবার সামলেও মহিলাদের সমাজের কাছে দৃষ্টান্ত হওয়া যায়, তা তিনি প্রমাণ করলেন |

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News