#Pravati Sangbad Digital Desk:
রাতে ঠিক ঘুম আসে না, ভয় হয়। ১০০ দিনের কাজের টাকা দিতে পারবো কিনা”, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল উদ্বেগজনক এই কথা। যা নিয়ে একাধিকবার তোপ দেগেছেন বিরোধীরা। কিন্তু রাজ্যের অর্থনৈতিক অবস্থা যে খুব একটা ভালো নয়, তা আর বলার অপেক্ষা রাখে না। বিরোধীদের দাবি, “রাজ্য সরকার মেলা খেলা করেই সব টাকা শেষ করে দিয়েছে। তাই সঠিক কাজে টাকা দেওয়ার জন্য হাতে টাকা নেই”। বর্তমানে রাজ্য রাজনীতিতে মহার্ঘ ভাতা বিরাট ইস্যু হয়ে দাড়িয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটানো হয়নি রাজ্যের তরফে। এখন কেন্দ্রীয় সরকারের কর্মীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, কিন্তু সেই জায়গায় রাজ্যের কর্মীদের জোটে মাত্র ৩ শতাংশ। স্বাভাবিক ভাবেই ক্ষোভের মুখে রাজ্যের সরকারি কর্মীরা।
অন্যদিকে সম্প্রতি রাজ্য সরকার এনসিসির জন্য বরাদ্দ অর্থ দেয়নি বলেই জানা গিয়েছে। এই নিয়ে রাজ্য এনসিসির দায়িত্বে থাকা কমান্ডিং অফিসার একাধিকবার রাজ্যকে চিঠি পাঠিয়েছে, কিন্তু তাতেও কাজ হয়নি। এরই মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেলো বিস্ফোরক তথ্য। শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন, “রাজ্যের সরকারি কর্মীদের বেতন বন্ধের মুখে। আগামী নভেম্বর মাস পর্যন্ত বেতন মিললেও তার পর থেকে আর মিলবে না বেতন”। কারণ হিসাবে অবশ্য রাজ্যের আর্থিক সংকটকেই দায়ী করেছেন তিনি। সেই সাথে আরও জানা গিয়েছে, আর্থিক সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। কিন্তু তাতে এখনও পর্যন্ত কোনো উত্তর পায়নি রাজ্য সরকার।