অভিনেত্রী অরুণিমা ঘোষের বাড়িতে কোজাগরী লক্ষ্মীর দেবীর আরাধনা

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital:

বাঙালির সারা বছরের আবেগ তথা দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই ধনদেবীর আরাধনায় মেতে ওঠেন বাঙালি।আশ্বিন মাসের শুক্লপক্ষের শেষ পূর্ণিমা তিথিতে পূজিত হন দেবী লক্ষ্মী।ধন-ঐশ্বর্যের জন্য এই কোজাগরী লক্ষ্মীপুজোয় মেতে ওঠেন প্রায় সকলেই।এমনকি তিথি অনুযায়ী মা লক্ষ্মীর আরাধনায় সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ব্যস্ত হয়ে পড়েন। এহেন পরিস্থিতিতে কাজের মাঝে ধনদেবীর আরাধনায় মেতে উঠলেন অভিনেত্রী অরুণিমা ঘোষ। বাংলা চলচ্চিত্রের অন্যতম এক জনপ্রিয় অভিনেত্রী অরুণিমা ঘোষ।ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও বেশ পরিচিত তিনি।আগামীকাল কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজনের মধ্যে দিয়েই অভিনেত্রী জানিয়েছেন, "আলপনা দেওয়া থেকে শুরু করে ঠাকুর সাজানো মায়ের হাতে হাতে সমস্ত কাজ করছি। তবে ভোগ রান্নার দায়িত্ব সম্পূর্ণ মায়ের।" এছাড়াও তিনি আরও বললেন, "ছোটবেলায় লক্ষ্মী পুজো মানেই ছিল ভাই-বোন,বন্ধুদের সাথে আড্ডা মারা।তবে বড়ো হওয়ার সাথে সাথে দায়িত্ব পালন করতে হয়।প্রতিবারের মতোই এবছরও লক্ষ্মী পুজোর ভোগের জন্যই অপেক্ষা করেছিলাম, খিচুড়ির পাশাপাশি কচুরি-মিষ্টিও দেওয়া হয় ভোগে"।


#Source: online/Digital/Social Media News   # Representative Image


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উৎসব
Related News