Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দক্ষিণ আফ্রিকা - ইন্ডিয়ার শেষ টি ২০ তে ফের উঠে এল ম্যানকাডিং প্রসঙ্গ! নেট দুনিয়ায় ভাইরাল ভিডিয়ো

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk :

কিছুদিন আগেই দীপ্তি শর্মার ম্যানকাডিং উগড়ে দিয়েছিল বিতর্ক ক্রিকেট জগতে। একদল মানুষ যেমন ঘটনা টিকে সমর্থন করেছিলেন, আবার একদল মানুষের মতে তা ছিল চূড়ান্ত আনস্পোর্টিং ! সেই বিতর্কের মীমাংসা হতে না হতেই মঙ্গলবার উঠে এল আবার ম্যানকাডিং প্রসঙ্গ নতুন করে । 
ভারত- সাউথ আফ্রিকার টি-২০ ট্রাই সিরিজে প্রথম দু'টি ম্যাচ জিতে ভারত প্রথমেই সিরিজ নিজের দখলে করে নিলেও শেষ ম্যাচে দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিল সাউথ আফ্রিকা। 
এদিন ভারত টস জিতে সাউথ আফ্রিকাকে ব্যাট করতে পাঠালে তার সদ্বব্যবহার করে প্রোটিয়ারা। ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা করে ২২৭ রান! রুশো অপরাজিত থাকেন ১০০ রান করে। সাউথ আফ্রিকার ব্যাটিং এর সময় ১৬ তম ওভারে হঠাৎ ই দীপক চাহারের ওভারে একটি ঘটনা ঘটে। নন - স্ট্রাইকার এন্ডে থাকা ত্রিস্তান স্টাবস তখন ক্রিজ থেকে বেরিয়ে ছিলেন। হঠাৎ ই দীপক দাঁড়িয়ে যান ও অত্যন্ত নম্র ভাবে তাঁকে ওয়ার্নিং দেন । স্টাবস হাসি ফিরিয়ে দেন তাঁকে। অন্যদিকে রোহিত শর্মা র মুখেও হাসি দেখা যায় । 

এ ঘটনায় ফের আলোচনা উঠেছে নেট দুনিয়ায়। এভাবে ওয়ার্নিং দিয়ে চহর যে খেলার স্পিরিট কে রক্ষা করলেন --- তা মেনে নিয়েছেন অনেকেই, আবার অন্যদিকে অনেকে নতুন করে সমালোচনা শুরু করেছেন দীপ্তি- অশ্বিনের। #Source: online/Digital/Social Media News   # Representative Image
Related News