Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

অসুর হিসেবে সাজানো হল জাতির জনক কে! বিতর্কে নাম জড়ালো রুবি পার্কের!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

দুর্গা পুজোকে একদিকে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে ধরা হয়, তেমনই অনেকের কাছেই এখন দুর্গাপুজো ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থসিদ্ধির একটা মাধ্যম। কিন্তু অনেকেই যে সেক্ষেত্রে লিমিট টা বোঝেন না, তা বোঝা গেল রুবি পার্কের দক্ষিণ পন্থী অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা।

এই সেই হিন্দু মহাসভা, যার নেতা ছিলেন নাথুরাম গডসে, যিনি হত্যা করেছিলেন মহাত্মা গান্ধীকে। তিনি আর এক হিন্দু গোষ্ঠী 'আর এস এস' ( RSS) এর ও সদস্য ছিলেন । 
নাথুরাম গডসের ফাঁসি হয়, অর্থাৎ ভারতীয় ইতিহাস অনুসারে তিনি একজন অপরাধী। কিন্তু তার ভক্ত রা যদিও তা মনে করেন না। ২ রা অক্টোবর, গান্ধীজির ১৫৩ তম জন্মবার্ষিকী তে এমন কাজ সত্যিই লজ্জাজনক!
পুজোর প্রধান উদ্যোক্তা যিনি হিন্দু মহাসভার রাজ্য সভাপতি, বলেছেন , " গান্ধী সম্পর্কে সঠিক কথাই বলা হয়েছে। সত্যি কথা বলতে কেউ সাহস করছিল না। আমরা সেটা করেছি।উনি মহাত্মা নন, তাই গান্ধীর আদলে অসুর তৈরির মধ্যে আমরা কোনো ভুল দেখতে পাচ্ছি না।"

স্থানীয় পুলিশ সূত্রে খবর , মূর্তি টি সরিয়ে ফেলা হয়েছে। উদ্যোক্তা দের পক্ষে চন্দ্রচূড় বলেন, " আমাদের কাছে উড়ো কল আসে , যার জন্য আমরা মূর্তিটি সরিয়ে নিতে বাধ্য হলাম।"
ঘটনার প্রতিবাদ করেছেন শিল্পী কবির সুমন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ অনেকেই। খোদ কলকাতা র বুকে এমন ঘটনা সত্যিই লজ্জাজনক!
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ব্যক্তিত্ব দেশ ধর্ম সংস্কৃতি
Related News