Flash news
    No Flash News Today..!!
Tuesday, April 30, 2024

৫০০ বছরের পুরনো পেটকাটি দুর্গা মা! কেন এমন নাম? জেনে নিন সবিস্তারে

banner

#Pravati Sangbad Digital Desk:

যদিও প্রকৃত সময় জানা যায় না, তবুও মনে করা হয়, প্রায় ৫০০ বছর আগে থেকেই এ পুজোর প্রচলন রয়েছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার গদাপুর গ্রামে এই মা পূজিত হন। তবে এই পুজোর পিছনে রয়েছে অনেক পুরনো রহস্যময়ী ইতিহাস।


বলা হয় , প্রায় ৫০০ বছর আগে দুর্গা পুজোর সময় হঠাৎ ই গদাইপুর গ্রামের পুরোহিতের কণ্যা নিখোঁজ হয়ে যায়। এদিক -ওদিক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় মায়ের পেটে। সেই থেকেই এই দুর্গাপুজো জাগ্রত হয় 'পেটকাটি দুর্গা' বলে। এই গল্পের সত্যতার পিছনে না গিয়ে যদি এর জনপ্রিয়তার দিকে যাওয়া যায়, তবে বলতেই হয় 'পেটকাটি দুর্গা ' খুব‌ই জনপ্রিয়।

অষ্টমী ছাড়া প্রত্যেকদিন ই ব্যবস্থা থাকে আমিষ ভোগের। মাছ - মাংসের থাকে অধিক্য। পুজোকে কেন্দ্র করে মেলাও বসে এখানে। মহামারীর কবল থেকে উঠে আসার পর এ - বছর খুব ধুমধাম করেই পুজো অনুষ্ঠিত হচ্ছে। 
সময় পেলে আপনিও না হয় দেখে আসুন ' পেটকাটি দুর্গা ।'
#Source: online/Digital/Social Media News   # Representative Image

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Dipendu Majhi