Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

শাহীন আফ্রিদি কে খেলবেন কীভাবে? উত্তর বাতলে দিলেন শচীন

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

গত বছর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে, পাকিস্তানের কাছে ইন্ডিয়ার হারের ঘা শুকোয়নি এখন‌ও। অনেক ভারতবাসীর কাছে এখনও জ্বলন্ত সে স্মৃতি। সে ম্যাচে পাকিস্তানের জেতার পিছনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে একজন হলেন শাহিন আফ্রিদি। তাঁর অসাধারণ স্পেল ভারতের ব্যাটিং কে সমস্যায় ফেলেছিল। ডান হাতি ব্যাটসম্যান দের জন্য তিনি অত্যন্ত ভয়ানক প্রমাণিত হন সবসময়ই। ২০২১ র বিশ্বকাপে তিনি নেন ৩ উইকেট। কে এল রাহুল আর রোহিত শর্মা দু' জনকেই খুব কম স্কোরে ফেরত পাঠান তিনি। ছন্দে থাকা বিরাট কোহলি (৫৭) কে ও আউট করেন তিনিই। অধিনায়ক কোহলির সঙ্গ দেন পন্থ (৩৯)। ভারত ২০ ওভারে করতে পারে ১৫১ ।

এর উত্তরে পাকিস্তান ১৭ ওভার ৫ বলেই টার্গেট অ্যাচিভ করে নেয় বিনা উইকেট খুইয়ে। রিজ‌ওয়ান করেন ৫৫ বলে ৭৯ আর অন্যদিকে, বাবর করেন ৫২ বলে ৬৮। 

ম্যাচ হারের পর মুষড়ে পরেছিল ভারতীয় দর্শক রা। আইসিসি টুর্নামেন্টে এমন অবস্থা প্রথম বার হয় যেখানে পাকিস্তান হারিয়েছে ভারত কে। তবে এটা একটা বার্তাও দেয় যে, বাবরের নেতৃত্বে থাকা পাকিস্তান কিছু কম নয়, এবং তারাও এক চিলতে জমি ছাড়বে না। সেই জিত বুঝিয়ে দেয় মেন ইন ব্লু কে।

যদিও রোহিত শর্মা বলেছেন আলাদা কোনো চাপ তাঁরা নিচ্ছেন না ভারত- পাকিস্তান ম্যাচে, তবু আগের বছরের হার যে তাদের মনে নেই এটা অসম্ভব। ইন্ডিয়া- পাকিস্তান ম্যাচ এমনিতেই হাই ভোল্টেজ ম্যাচ! একে ঘিরে থাকে নানারকম জল্পনা। শুধু মাত্র খেলোয়াড় রা নয়, একে ঘিরে থাকে ভারত পাকিস্তানে মানুষদের আবেগ‌ও। এমতাবস্থায়, ভারত কীভাবে জিততে পারে এ বিষয়ে কী বললেন শচীন তেন্দুলকার! পাকিস্তানের এক্স ফ্যাক্টর শাহিন আফ্রিদি কে খেলতে হবে কীভাবে তা বাতলে দিলেন মাস্টার ব্লাস্টার! আফ্রিদির বল ইনসুইং করে ভিতরে ঢোকে গতির সঙ্গে। এক‌ই বল সোজাও চলে যায়। তাই তাঁকে খেলতে সোজা ব্যাটে খেলার পরামর্শ দিয়েছেন শচীন। অর্থাৎ ' ভি ' তে খেলার কথা বলেছেন তিনি।
এবার দেখা যাক, তাঁর কথা মেনে ভারত নিজের নামে ম্যাচ করতে পারে কি না !
#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

খেলা ক্রিকেট
Related News