Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

তেজাস, রাজধানী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে বিনামূল্যে যাত্রা করতে করবেন কেন্দ্র সরকারের কর্মীরা, জারি নির্দেশিকা

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

রেল যাত্রা বরাবরই যাত্রীদের জন্য সুখের। ট্রেনের কামরায় বসে বসে বাইরের পরিবেশ দেখতে ভালোবাসেন অনেকেই। তবে সাধারণ মধ্যবৃত্তের বরাবরই ইচ্ছা থাকে রাজধানী, তেজাস, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনে চেপে ভ্রমণ করার। কিন্তু সাধারণত সাধ্যের বাইরে থাকে এই সমস্ত ট্রেনের ভাড়া। তবে রেলের কর্মীরা অনেক ক্ষেত্রেই এই সমস্ত ট্রেনে যাত্রা করার জন্য পাশ বা ছাড় পেয়ে থাকেন। আবার অনেক সময় বিনা পয়সায় ভ্রমণ করেন তারা। তবে সম্প্রতি রেল মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে বলা হয়েছে এবার থেকে কেন্দ্র সরকারি যে কোনো সংস্থার কর্মীরা রেলের রাজধানী, তেজাস এর মত প্রিমিয়াম ট্রেনে বিনামূল্যে যাত্রা করতে পারেবন। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী যাদের বেতন ১২ পে লেভেলের ওপরে তারা এই সমস্ত ট্রেনে বিনা মূল্যে ভ্রমণ করতে পারবেন। পে লেভেল ৫ বা তার ওপরে থাকা কর্মীরা এসি ট্রি টায়ার বা এসি চেয়ার কারে বিনা মূল্যে ভ্রমণ করতে পারবেন। তবে শুধু মাত্র সরকারি ভ্রমণ, বদলি, চাকরিতে বহালের সময় কিংবা অবসর নেওয়ায় সময় তারা বিনা মূল্যে যাত্রা করতে পারবেন এই সমস্ত ট্রেনে।


Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News