Flash News
  1. এবার বইমেলায় নেই আমেরিকা ! তবে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন
Wednesday, January 21, 2026

আফ্রিকার শারজা নয়, এবার দেশের মাটিতেই বিশ্বের বড় সাফারি পার্ক

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sanbad Digital Desk:

বাঙালি মাত্রই ভ্রমণ প্রেমী।আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা পাহাড় ভালোবাসেন আবার কারোর পছন্দ সমুদ্র। অন্যদিকে বাঙালির পাহাড় মানেই জঙ্গল। তাই ভ্রমণ প্রিয় বাঙালির সর্বদা প্রথম চয়েস উত্তরবঙ্গ। তবে এত দিন জঙ্গল প্রিয় অনেকেই যেতেন আফ্রিকা। কারণ সেখানেই রয়েছে বিশ্বের সবথেকে বড় সাফারি পার্ক। আফ্রিকার শারজায় রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সাফারি পার্ক। তবে এবার দেশেই গড়ে উঠতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় সাফারি পার্ক। সম্প্রতি এমনটাই জানানো হয়েছে হরিয়ানা সরকারের পক্ষ থেকে। সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরহল খট্টর এবং কেন্দ্রীয় মন্ত্রী ভুবেন্দ্র যাদব গিয়েছিলেন আফ্রিকা সফরে। আর তার পরেই ভারতে এই সাফারি পার্ক তৈরির সিদ্ধান্ত নেন তারা। হরিয়ানা সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গুরগ্রাম এবং নূহ জেলার প্রায় ১০ হাজার একর জায়গা নিয়ে তৈরি হবে নতুন এই সাফারি পার্ক। যার মধ্যে থাকবে প্রায় ১৫ রকমের স্তন্যপায়ী প্রাণী সেই সাথে ১৭ রকমের জন্তু এবং নানান প্রজাতির সরীসৃপ ও প্রজাপতি। হরিয়ানা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মিলিত প্রয়াসে গড়ে উঠবে এই নতুন সাফারি পার্ক। যা শারজার থেকে আনুমানিক ৫ গুণ বড়। এর ফলে দেশের মানুষদের পাশাপাশি বিদেশিদের আকর্ষণ করবে এই পার্ক বলে মনে করছেন অনেকেই। সেই সাথে নজর রাখা হয়েছে রাজ্যের প্রযোটন শিল্পের ওপরেও।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ভ্রমণ
Related News