Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

দূরপাল্লার ট্রেনে ভারতীয় রেল আনল একাধিক পরিবর্তন। কোন্- কোন্ পরিবর্তনের জন্য সচেতন থাকা জরুরি দেখে নেওয়া যাক!

banner

journalist Name : Dipendu Majhi

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় রেল সবসময়ই জনবহুল, এক‌ইসঙ্গে শব্দবহুল ও বটে। আড্ডা, গান- বাজনা, ঝগড়া -ঝাটি , এমনকি মারামারিও রেলযাত্রার নিয়মিত সঙ্গী। এসব রুখতেই এবার রীতিমত উদ্যোগ নিতে চলেছে ভারতীয় রেল-- বিশেষ করে দূরপাল্লার ট্রেনের জন্য। ‌আসলে বহুদিন ধরেই একাধিক অভিযোগ জমা পড়েছে এ- বিষয়ে রেল কর্তৃপক্ষের কাছে। জোরে জোরে কথা বলা, ফোনে গান চালানো ইত্যাদি কারণে অনেক যাত্রীই অসুবিধেয় পড়েন , আর সে কথা মাথায় রেখেই রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে সূত্রের খবর। নতুন নিয়মানুযায়ী, রাত দশটার পর কোনো যাত্রী উচ্চস্বরে কথা বলতে বা গান চালাতে পারবেন না। তিনি যদি এই নিয়ম লঙ্ঘন করেন তবে অসুবিধায় পড়তে হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের অনেকেই মনে করছেন এর ফলে নিশ্চয়ই অবস্থার উন্নতি চলেছে। তবে কার্যকারী না- হ‌ওয়া পর্যন্ত এ-বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয়। 



Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News