Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

পুজোয় টানটান ত্বক পেতে চান? ত্বকর টান টান ভাব পেতে পুজোর আগেই কয়েকটি ঘরোয়া প্যাক ব্যবহার করুন

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

বর্তমান সময়ে কম বেশি সব মহিলারাই সংসার, সন্তান, বাইরের কাজ — সবটা সামলাতে গিয়ে নিজেরই যত্ন নেওয়ার সময় পাননা।এদিকে আজই মহালয়।পুজো এসেই গেছে বলা চলে।এহেন পরিস্থিতিতে নিজের যত্ন নিতে পারছেন না আলাদা করে।বিউটিপার্লার গেলে সেখানেও থিকথিক করছে ভিড়।কিন্তু এই পুজো মানেই আলোর রোশনাই। জাকজমক পোশাকের সঙ্গে দরকার যথাযথ রূপটান।

স্বাভাবিকভাবেই পুজোয় টানটান ও মসৃণ ত্বক যেন আলাদা যত্ন।কিন্তু পুজোর আগে ভিড় ঠেলে বিউটি পার্লারে যেতে পছন্দ করেন না অনেকেই।সেক্ষেত্রে ঘরোয়া কয়েকটি প্যাক ব্যবহার করে থাকেন।এক নজরে জেনে নিন তেমন কয়েকটি ফেসপ্যাকের খোঁজ -

■ কাঠবাদাম তেল-
কাঠবাদাম তেলে রয়েছে ভিটামিন ই।যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।রাতে ঘুমানোর আগে এক চামচ তেল নিয়ে গরম করে ত্বকে মালিশ করুন।ত্বকে উপকার পাবেন।

■ দই ও ডিম-
ত্বকের সজীবতা বজায় রাখতে এই দু’টির কাজ অতুলনীয়।ত্বকের টানটান ভাব ধরে রাখতে এই দু’টি উপকরণ দিয়ে ফেসপ্যাক বানাতে একটি বাটিতে ডিমের সাদা অংশ ও এক চামচ টক দই মিশিয়ে নিন। স্নানের আগে মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রাখার পরে তা শুকিয়ে গেলে ধুয়ে নিন।এতে ত্বক হবে মসৃণ।

■ ওটমিলের ফেসপ্যাক-
ওজন কমানোর পাশাপাশি ত্বকের পরিচর্যাতেও ওটমিলের জুড়ি মেলাভার।এর ফেসপ্যাক বানাতে একটি পাত্রে একচামচ ওটস,এক টেবিল চামচ ময়দা ও দু'টেবিল চামচ গোলাপজল মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানান।সপ্তাহে অন্তত দুই থেকে তিনদিন এটি ব্যবহার করতে পারেন।

#Source: online/Digital/Social Media News   # Representative Image

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রূপচর্চা লাইফস্টাইল উৎসব
Related News