#Pravati Sangbad Digital Desk:
সাজগোজ কোন মেয়ের না ভালো লাগে। নিজেকে আরও সুন্দর দেখাতে আমরা রূপচর্চার সাথে একটু সাজগোজ করেই থাকি। এরজন্য নিজের ত্বকের টেক্সচার জানা আমাদের খুবই প্রয়োজনীয়। যেটি আমাদের সঠিক ফাউন্ডেশন ব্যবহার করতে সাহায্য করে। আপনার ত্বক অনুযায়ী কোন ফাউন্ডেশন ব্যবহার করলে বেশিক্ষণ থাকবে সেটি জেনে নিন:
১)শুস্ক ত্বক- শুস্ক ত্বকের জন্য লিনলাইন যুক্ত ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করা উচিত।
২)তৈলাক্ত ত্বক- তৈলাক্ত ত্বক-এর জন্য লিনলাইন ছাড়া ভ্যানিসিং ক্রিম যুক্ত ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। আর কারোর যদি স্কিন বেশি আয়েলি হয় তাহলে কেক যুক্ত ফাউন্ডেশন লাগানো উচিত।
৩)স্বাভাবিক ত্বক- স্বাভাবিক ত্বক-এর লিনলাইন যুক্ত লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করা উচিত।