Flash News
  1. এবার বইমেলায় নেই আমেরিকা ! তবে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন
Tuesday, January 20, 2026

দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

banner

journalist Name : Sabyasachi Chatterjee

#Pravati Sangbad Digital Desk:

পার্থ অনুব্রত কাণ্ডের পরে দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে মরিয়া মুখ্যমন্ত্রী। সম্প্রতি গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তারপরেই মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। অবিলম্বে গঠিত হয় নতুন মন্ত্রীসভা। রাজ্যের নতুন মন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন ৯ জন। উল্লেখ্য, গত সপ্তাহে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তারপরে গতকাল প্রথম মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সাফ জানিয়ে দেন, “কোন মন্ত্রীর গাড়িতে লাগানো যাবে না লাল বাতি, গাড়ির সামনে থাকবে না পাইলট  কার”। তিনি আরও বলেন, “জেলা থেকে কোন মন্ত্রী কলকাতায় এলে, তাঁকে আসতে হবে অতিসাধারণ ভাবেই। কোন রকম আভিজাত্য সহ্য করা হবে না”।
পরপর দুই হেভিওয়েটের গ্রেফতারির পরে বিরোধীদের কটাক্ষে কার্যত কোণঠাসা শাসকদল। অন্যদিকে, শাসকদলের একাধিক মন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা চলছে অতিরিক্ত সম্পত্তি বৃদ্ধির অভিযোগে। সব দিক খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এক কথায় মন্ত্রীদের হতে হবে সাধাসিধে, কোন রকম আত্মগরিমা অহংকার বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, দলের এই নির্দেশ যদি কেউ অমান্য করেন তাহলে দল কোন ভাবেই সেটা ভালো চোখে দেখবে না।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News