Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

স্বাধীনতা দিবসে নওশাদ সিদ্দিকীর ছবি ঘিরে কটাক্ষ আরাবুলের

banner

journalist Name : Riya Some

#Pravati Sangbad Digital Desk:

একদিকে যখন গোটা দেশবাসী 'আজাদী কা অমৃত মহোৎসব' পালনে ব্যস্ত,অপরদিকে তখন সেই স্বাধীনতা দিবসকে ঘিরে উত্তাল রাজনীতি। সোমবার জাতীয় পতাকা উত্তোলনে বিপ্লবীদের বদলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ছবি রাখার অভিযোগে তীব্র কটাক্ষ করেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এদিন নওশাদের বিরুদ্ধে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে অভিযোগ করেছেন আরাবুল৷শহীদ বিপ্লবীদের ছবির পরিবর্তে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর ছবি রাখা হয় বলে এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেন ঘাস শিবির নেতা আরাবুল। তাঁর ভাষায়, "যারা আজকে শহীদ হয়েছেন আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করি, উনি এখনও বেঁচে আছেন ওনারও আত্মার শান্তি কামনা করি আমরা"।পাশাপাশি এদিন বিজেপিকে নিশানা করেও তিনি সমালোচনা করেন বলে জানা গেছে। তিনি আরও বলেন, 'উনি এখন শুধু প্রধানমন্ত্রী কেন, এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও চিঠি লিখবেন।উনি তো বিজেপির ছত্রছায়ায় থাকেন।ওই জন্যই বিজেপির কোলে নওশাদ সিদ্দিকী দোলে। সেই কারণে একজন বিধায়ক হয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি না লিখে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখেছেন'। পাশাপাশি নওশাদ সিদ্দিকী জানান, 'চন্ডীহাট গ্রামে আমার ছেলেরা পতাকা উত্তোলন করার সময়ে পাশেই একটা গাছে মনে হয় আমার ছবি ছিল| কিন্তু সাধারণত আমরা বিপ্লবীদের ছবি বেদীতে রেখে শ্রদ্ধা জানাই। তবে এখানে একটা কথা বলি আমি, এখানে যদি আমাকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে কেউ সম্মান দেয় তাহলে আমি সেটা প্রশ্রয় দেবো না। সেটা আমার দলের ছেলে হোক বা সাধারণ মানুষ'।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News