Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের উদ্যগে আয়োজন হল গণেশ পুজো

banner

journalist Name : Arup Chakraborty

#Pravati Sangbad Digital Desk:

হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আজ গণেশ পুজো। সারা দেশ জুড়ে মেতেছে গণেশ চতুর্থীর উৎসবের আমেজে। তবে মুম্বাই, ব্যাঙ্গালুরুর মত উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তেও ধুমধাম আকারে আয়োজিত হয়েছে গণেশ পুজো। কোথাও গণপতি দেব সেজেছেন থিমের ঝলকে। আবার কোথাও থিমের প্যান্ডেল করে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডলকে। বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পরিচালনায় আয়োজিত গণেশ পুজোয় দেখা গেলো এক অন্য রূপে গণপতিদেবকে। ভারতীয় জাতীয় পতাকার তিনটে রঙ। গেরুয়া, সাদা এবং সবুজ। আর এই তিনটে রং নিয়ে তিরঙ্গা সাজে সেজেছে গণেশ ঠাকুর। থিম জুড়ে রয়েছে তিরঙ্গা। টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি ফিতে কেটে এদিন বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করেন ।  সাথে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনিও এদিন আসেন বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে। জীব সেবায় শিব সেবা। আর এই ব্রত নিয়ে পুজোর পাশাপাশি এদিন বেলঘরিয়া ইয়ুথ ক্লাবের সদস্যদের উদ্যোগে ৫০০ এর বেশি মহিলাদের পুজো উপলক্ষ্যে শাড়ি এবং শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এইদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। এছাড়াও আয়োজিত গণেশ পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু সমাজসেবীও । বেলঘরে আয় এত সুন্দর পুজো হতে পারে, তা ভাবাই যাচ্ছে না। বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী কৌশানী মুখার্জী এদিন ইয়ুথ ক্লাবের গণেশ পূজার অনুষ্ঠানে এসে প্রশংসা করলেন|

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উৎসব
Related News