#Pravati Sangbad Digital Desk:
দুর্গাপুজোর আগমনী গান বাজতে এখনো বেশ কয়েকদিন দেরি কিন্তু তার আগেই বিজয়ার লুকে চমক দিচ্ছে বনি- কৌশানির জুটি। কিন্তু এই ঝলক পুজো পরবর্তী বিজয়ার নয় বরং পুজো পরবর্তী সিনেমার। দুর্গাপূজার পরেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে রোহন সেন পরিচালিত এবং বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত ছবি “শুভ বিজয়া”। সেই ছবিরই প্রথমবারের লুকে ধরা দিলেন বনি ও কৌশানি। রোহন সেন পরিচালিত শেষ ছবি অপরাজিতা বক্স অফিসে যেভাবে সাফল্যের মুখ দেখেছিল তারপরে এইরকম সিনেমায় মুখিয়ে থাকাই যায়।
ছবিটি বনি এবং কৌশানি ছাড়া অভিনয় করতে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায় চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং খরাজ মুখোপাধ্যায় কে। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ে কে এই প্রথম একসাথে কোন সিনেমাতে দেখা যাবে। বনি কৌশানির পাশাপাশি ওই দুজনেও ধরা দিয়েছে সাবেকিয়ানায় শাড়ি এবং পাঞ্জাবিতে। গল্পটি তৈরি হবে উত্তর কলকাতার এক পরিবারকে নিয়ে। বনি এবং কৌশানি অভিনয় করবে কৌশিক এবং চূর্ণির ছেলে বৌমার ভূমিকা। খরাজ মুখোপাধ্যায় কে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ভাই হিসাবে। এছাড়া সংগীত পরিচালনার কাজে রয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায় রনজয় এবং স্যাভি। ছবির প্রচার যাতে সফল হয় সেজন্য পূজোর বেশ কয়েকদিন আগেই প্রচারে নেমে পড়েছে গোটা টিম।