Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

ফের ইডির তলব সোনিয়া গান্ধীকে বিক্ষোভে সমর্থকেরা

banner

journalist Name : অর্জুন দাস

#Pravati Sangbad Digital Desk:

মঙ্গলবার ফের ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। বেশ কয়েকবার দিন পরিবর্তন করার পর আজ ডাকা হয়েছে ইডি দপ্তরে। এর আগে ২১ জুলাই ইডি জিজ্ঞাসাবাদ করেছিল তাকে। ন্যাশনাল হেরাল্ড মামলায়  আর্থিক তছরূপের অভিযোগে ডাকা হয়েছিল নেত্রী কে। সোনিয়া গান্ধীর  সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ  প্রিয়াঙ্কা বাঢ়রাও। তথ্য অনুযায়ী, এই দিন ৩ রাউন্ডে সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। অল ইন্ডিয়া মহিলা  কংগ্রেসের কর্মীরা কংগ্রেস কার্যালয়ের  সামনে প্লাকার্ড ও  কালো বেলুন দেখিয়ে প্রতিবাদ শুরু করেন। অন্যদিকে কংগ্রেসের সাংসদরা সংসদ চত্বরের গান্ধী মূর্তি থেকে বিজয় চকের দিকে প্রতিবাদ মিছিল শুরু করেন। আর সেই মিছিলের অংশ নিয়েছেন রাহুল গান্ধী। পথে নেমেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। সোনিয়া গান্ধীকে ইডির প্রথম দিনের জিজ্ঞাসাবাদের প্রতিবাদেও পথে নেমেছিলেন তারা।

২১ জুলাই পাঁচ ঘন্টা ধরে সনিয়া গান্ধীকে  জিজ্ঞাসা করেন ইডি। তারপরে তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাতেই সন্তুষ্ট নয় ইডি, ফের তাকে ডাকা হয়েছে আজ। এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় পাঁচ দিন মোট ৫০ ঘন্টার বেশি সময় ধরে রাহুল গান্ধীকে ম্যারাথন দৌড় করেছিল ইডি। কংগ্রেসের এই আর্থিক দুর্নীতির অভিযোগে মন্তব্য করেছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেছেন, 'দেশ জুড়ে এই আর্থিক দুর্নীতি চলছে তা বিরোধীদের নিয়ে  তদন্ত হওয়াই উচিত।'

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News