Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

প্লেনের মতো এবার ট্রেনে তো থবেশি লাগেজ নিয়ে যাত্রা করলে দিতে হবে বাড়তি চার্জ

banner

journalist Name : SRIJITA MALLICK

#Pravati Sangbad Digital Desk:

রেলকে দেশের লাইফলাইন বলা হয়ে থাকে ৷ প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাত্রা করেন ৷ এবার ফ্লাইটের মতো ট্রেনে যাত্রা করার সময় কতটা জিনিস একজন যাত্রী নিজের সঙ্গে নিয়ে যেতে পারবেন তার জন্যেও জারি রয়েছে নিয়ম ৷ তবে অনেকেই এই নিয়মের বিষয়ে জানেন না ৷ রেলে যাত্রা করার সময় প্রত্যেক যাত্রীর এই বিষয়ে জেনে রাখা খুব জরুরি৷রেলে যাত্রা করার সময় একজন ব্যক্তি নিজের সঙ্গে সর্বোচ্চ ৫০ কেজি ওজনের জিনিসের নিয়ে যেতে পারবেন ৷ এর থেকে বেশি জিনিস নিলে দিতে হবে বাড়তি চার্জ ৷ এর জন্য আপনার জিনিসেরও টিকিট নিতে হবে ৷ AC কোচের যাত্রীরা কোনও বাড়তি চার্জ না দিয়ে ৭০ কিলোগ্রাম জিনিস নিয়ে যাত্রা করতে পারবেন ৷ স্লিপারের যাত্রীরা নিজেদের সঙ্গে কেবল ৪০ কিলোগ্রাম জিনিস নিয়ে যাত্রা করতে পারবেন ৷ট্রেনে যাত্রা করার সময় নির্ধারিত সীমার বেশি লাগেজ থাকলে প্রায় দেড় গুণ বেশি চার্জ দিতে হয় ৷ 

তবে রোগীদের সঙ্গে নিয়ে যাত্রা করার সময় রেলের আলাদা নিয়ম রয়েছে ৷ চিকিৎসকের পরামর্শে রোগী তাঁর সঙ্গে অক্সিজেন সিলিন্ডার ও স্ট্যান্ড নিয়ে যেতে পারবেন ৷ লাগেজ বা যা কিছু প্যাক করা হয় তার মাত্রা 100CM × 60CM × 25CM এর দৈর্ঘ্য, পুরু এবং প্রস্থ হওয়া উচিত। এর থেকে বড় লাগেজের জন্য যাত্রীকে একটি ব্রেক ভ্যান বুক করতে হবে।মনে রাখবেন, যাত্রীদের ব্যাগেজ কাউন্টারে নির্ধারিত ওজনের বেশি বহন করলে অতিরিক্ত টাকা দিতে হবে। তা না করলে যাত্রীদের ৬ গুণ পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News