দুর্গোৎসবের মহামিছিলে উপস্থিত থাকবেন ইউনেস্কোর প্রতিনিধিরা

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

সামনেই দুর্গোৎসব, ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে গোটা বাংলা, হরেক রকমের থিম সাবিকিয়ানা, বনেদিয়ানাতে ভরপুর বাংলার দুর্গাপুজো। ১৬১০ সালে কোলকাতার সাবর্ণ রায়চৌধুরী পরিবার প্রথম দেবী দুর্গার আরাধনা করেছিলেন বলে জানা যায়, তার পর থেকে আজও একই ভাবেই বাঙালির কাছে বড় উৎসব এই দুর্গা পুজো। গত বছরের শেষ দিকে ইউনেস্কোর হেরিটেজ তকমাও পেয়েছে বাংলার দুর্গোৎসব। তাই এবার বাংলার ডাকে সাড়া মিলছে ইউনেস্কোর, জানা গিয়েছে আগামী সেপ্টেম্বরে আয়োজিত হবে দুর্গাপুজোর মহামিছিল, আর তাতেই যোগ দেবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। গত ডিসেম্বরে ইউনেস্কোর থেকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ তকমা পায় দুর্গোৎসব, যদিও দাবি ছিল অনেকদিন ধরেই। তকমা পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এবার বাংলার দুর্গাপুজো শুরু হবে এক মাসে আগে মহামিছিল দিয়ে, সেই মতোই আগামী ১লা সেপ্টেম্বর আয়োজিত হবে মহামিছিল। গত ডিসেম্বরে প্যারিসে আয়োজিত ইউনেস্কোর সভাতে দাবি করা হয়, দুর্গাপুজোটে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সামিল হন সকলেই, উৎসবের এই রকম বৈচিত্রের জন্যই দেওয়া হয়েছে হেরিটেজ তকমা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

উৎসব
Related News