শুধু মহানগরী নয় এবার শহরতলী বর্ধমানেও দুর্গাপূজার কার্নিভাল

banner

#Pravati Sangbad Digital Desk:

মহানগরীর পর এই প্রথম আরো এক জেলায় হতে চলেছে দুর্গা পূজোর কার্নিভালের আয়োজন। পূর্ব বর্ধমান জেলায় দুর্গাপূজা কমিটি বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে জেলা বিধায়ক খোকন দাস। তিনি বলেছেন ইউনেস্কো বাংলা দুর্গাপূজাকে বিশেষ স্বীকৃতি দিয়েছে তাই জন্য কলকাতার পর সর্বপ্রথম বর্ধমানে আয়োজন করা হবে কার্নিভালের। শুক্রবার সংস্কৃতিলোক মঞ্চে বৈঠক করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ জেলা পুলিশ সুপার এবং প্রশাসনের আধিকারিকরা। এখানে ঠিক করা হয় এইবার দুর্গা পূজার পরে জেলার তরফ থেকে কার্নিভালের আয়োজন করা হবে যা উল্লাস থেকে শুরু হয়ে জি টি রোড ধরে শেষ হবে নবাব হাটে গিয়ে। বিধায়ক জানিয়েছেন আগে কলকাতার কার্নিভালের দিন দেখে তারপরে ঠিক করা হবে শহরের কার্নিভালের দিন। এতে যত বেশি পূজা কমিটি যোগদান করবে ততই সাফল্য লাভ করবে এই কার্নিভাল। কার্যত অবাক করে দেবার মত আয়োজন রাখা হবে বলে ঠিক হয়েছে আলোচনা সভায়।
তবে এর জন্য বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে পূজা কমিটি গুলি তার মধ্যে অন্যতম হলো কার্নিভাল করতে গেলে আরো বেশি দিন প্রতিমাকে রাখতে হবে তার জন্য দরকার অধিক খরচের। আরতি খরচা কারাই বা বহন করবে ।এছাড়া কোন কোন কমিটির সায় দেবে বা কারা দেবে না সেটারও সমস্যা রয়ে যাচ্ছে। তবে সবকিছু সমাধানের জন্য পূজা কমিটির আধিকারিকদের সাথে মিটিং ডাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত লক্ষ  বর্ধমানের দুর্গা পূজা কার্নিভালকে সাফল্যমন্ডিত করার।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Related News