আইন মেনেই সমস্ত কাজ এগোচ্ছে, রাজ্যের বকেয়া অর্থ মেটাতে আর্জি মুখ্যমন্ত্রীর

banner

#Pravati Sangbad Digital Desk:

রাজ্যে যখন বিরোধী শিবির পার্থ চট্টোপাধ্যায়ের বীরুধে সরব হয়েছেন, ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে গিয়েছেন দিল্লির উদ্দেশ্যে, দেখা করেছেন প্রধানমন্ত্রী এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত দেশের ১৫তম রাষ্ট্রপতির সঙ্গে। সিপিএম এবং কংগ্রেসের মুখে শোনা গিয়েছে অন্য কথা, তাদের মতে বিজেপি এবং তৃণমূল আঁতাতের সম্পর্ক, যদিও তা মানতে নারাজ দুই দলই। অন্যদিকে তৃণমূল সূত্রে দাবি, রাজ্যের স্বার্থেই দিল্লি উড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখাও করেন তিনি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে, রাজ্যের সমস্ত অসুবিধার কথাও জানিয়েছেন তিনি।
কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং সড়ক যোজনার নাম বদলে বাংলা আবাস যোজনা এবং সড়ক যোজনা করেছিলো রাজ্য সরকার, তারপর থেকেই সমস্ত রকম আর্থিক সাহায্য বন্ধ করে দেয় কেন্দ্র সরকার। তবে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশ মতোই সমস্ত প্রকল্পের কাজ চলছে, কিন্তু আর্থিক দিকে দিয়ে সাহায্য না মেলার কারনে ব্যাহত হচ্ছে পরিষেবা, শুধু তাই নয় রাজ্যের শাসক দলের বীরুধে অভিযোগ উঠেছিল, গ্রামের প্রান্তিক গরিব মানুষ ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না, সেই টাকা যাচ্ছে তৃণমূলের নেতাদের কাছে। সেই সাথে চিঠিতে মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, গত ৩১শে জুলাই পর্যন্ত সড়ক যোজনা এবং আবাস যোজনা মিলিয়ে কেন্দ্রের কাছে পাওনা রয়েছে ১ লক্ষ ৯৬৮ কোটি টাকা। অন্যদিকে আমফান এবং ইয়াসের টাকাও এখনও পর্যন্ত পুরোপুরি মেটাই নি কেন্দ্র সরকার, তাছাড়া করোনা মোকাবিলাতেও রাজ্যের প্রচুর খরচ হয়েছে। আমফান এবং ইয়াসের জন্য রাজ্য কেন্দ্রের কাছে দাবি করেছিলো প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি, কিন্তু কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে মাত্র ৬ হাজার কোটির কাছাকাছি অর্থ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News