#pravati sangbad Digital desk:
গত ২৩শে জুলাই এসএসসি দুর্নীতি মামলাই গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায়, পার্থ ঘনিষ্ঠা অর্পিতার দুই আবাসন থেকেই মিলেছে কাঁড়ি কাঁড়ি টাকা। তার পরেই গত বৃহস্পতিবার মন্ত্রিত্ব থেকে অপসরণ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে, নবান্নে তার ঘর থেকেও খুলে ফেলা হয়েছে নামের ফলক, সেই সাথে দলের সমস্ত পদ থেকেও অপসারিত করা হয়েছে তাকে। তার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিলো মন্ত্রীসভার রদবদলের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “ সুব্রত দা, সাধন পাণ্ডে মারা গিয়েছেন তাদের দপ্তর বর্তমানে আমার কাছেই, সেই সাথে এখন পার্থকে আমি রিলিফ দিলাম তার দপ্তরও আমাকেই দেখতে হবে”, সেই সাথে তিনি আরও বলেন, “ একই সাথে এতগুলো দপ্তরের দায়িত্ব আমার পক্ষে সামলানো সম্ভব নয়”। অর্থাৎ ইঙ্গিত মিলেছিল আগেই, জল্পনাও শুরু হয়েছিলো বিভিন্ন রাজনৈতিক মহলে, তবে এবার মন্ত্রীসভার রদবদল করলেন মুখ্যমন্ত্রী। গতকাল রাজ্যের পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পদে শপথ নিলে ৮ জন নতুন মুখ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এক ব্যাক্তি এক দপ্তর নীতিতে বিশ্বাসী তৃণমূল, হয় সরকার সামলাবে নয়তো দল। এই ব্যাক্তি দিয়ে দুই কাজ করাতে নারাজ ঘাসফুল শিবির। গতকাল সন্ধ্যেবেলাই রাজভবনে রাজ্যের অতিরিক্ত রাজ্যপাল লা গণেশানের সামনেই শপথ নিলেন রাজ্যের নতুন ৮ মন্ত্রী। রাজ্যের বনতুন পূর্ণমন্ত্রীর তালিকাই রয়েছেন এক বছর আগে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়, তিনি বর্তমানে রাজ্যের তথ্য প্রযুক্তি, পর্যটন এবং ইলেক্ট্রনিক্স মন্ত্রী। সেই সাথে পরিবহণ দপ্তরের দায়িত্বে স্নেহাশিস চক্রবর্তী, অন্যদিকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলাবেন উদয়ন গুহ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার এবং সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক।স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের তালিকাই রয়েছেন বীরবাহা হাসদা, তার দায়িত্বে বন, স্বনির্ভর গোষ্ঠী ও স্বরোজগার দপ্তর পাশাপাশি রাজ্যের নতুন মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। প্রতিমন্ত্রী তালিকাতে রয়েছেন সত্যজিৎ বর্মণ, তিনি সামলাবেন শিক্ষা দপ্তর এবং ক্ষুদ্র, কুটির এবং বস্ত্র মন্ত্রকের দায়িত্বে তাজমুল হোসেন। অনেকেই মনে করছেন, দলের ভাবমূর্তি স্বচ্ছ করতে ব্যাস্ত বর্তমানে তৃণমূল সরকার,যেই কারনে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারীর মতো ব্যাক্তিত্ব।