Flash News
  1. ভারতের উপর থেকে ট্রাম্প-ট্যারিফ প্রত্যাহারের পথে আমেরিকা
Monday, September 22, 2025

প্রকাশিত হলো JEE Main পরীক্ষার ফলাফল।

banner

journalist Name : Suchorita Bhuniya

#Pravati sangbad Digital Desk:

গত ২৪ জুন থেকে ২৯ জুন JEE Main-এর পরীক্ষা হয়েছিল। ইতিমধ্যেই ২ জুলাই প্রকাশিত হয়েছিল JEE Main-এর অ্যানসার কি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জেইই মেইন-এর অফিসিয়াল ওয়েবসাইট - jeemain.nta.nic.in-এ প্রথম পর্বের JEE মেইন ২০২২-এর ফলাফল প্রকাশ করেছে। অফিসিয়াল পেজে মোট 3টি লিঙ্ক রয়েছে যেখান থেকে ফলাফল চেক করা যাবে। প্রার্থীরা আবেদন নম্বর, জন্ম তারিখ এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাদের JEE মেইন ফলাফল ২০২২ পরীক্ষা করতে পারেন। 

ফলাফল জানার জন্য যা করতে হবে-
•প্রথমেই লগ ইন করতে হবে jeemain.nta.nic.in - এ।
• তারপর হোম পেজ (home page) এ গিয়ে ক্লিক করতে হবে 'JEE Main ২০২২ result' - এ। 
• তারপর সেখানে গিয়ে লগ ইনের ডিটেইলস এন্ট্রি করতে হবে। 
• ডিটেইলস এন্ট্রি করার পরই দেখতে পাবেন JEE Main result session 1 এর ফল। 
• তারপর JEE Mains এর score card (June session) ডাউনলোড করতে হবে।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image