#Pravati Sangbad Digital Desk:
গ্রিন টি তো সবাই কমবেশি খেয়ে থাকে শরীরের মেদ কমানোর জন্য । কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও যে গ্রীনটির জুড়ি মেলা ভার তা হয়তো অনেকেরই অজানা। ত্বককে সব সময় আর্দ্র রাখে এই চা এবং ব্রণের হাত থেকেও মুক্তি দেয়। আবার কুঁচকে যাওয়া ত্বক কে প্রতিরোধ করে বয়সের ছাপ এরাতে সাহায্য করে এই চা। আবার অনেকেরই চামড়া পাতলা হওয়ায় রোদে গেলে ত্বক অতিরিক্ত লাল হয়ে যায় এবং জ্বালা করে সেই সব থেকেও মুক্তি দেয় গ্রিন টি। এক বিশেষ গবেষণায় প্রমাণিত হয়েছে ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমায় গ্রিন টিতে অবস্থিত এন্টিঅক্সিডেন্ট। কিন্তু কিভাবে ত্বকের পরিচর্যায় এটি ব্যবহার করবেন সেটি একটি বড় প্রশ্ন, বলুন দেখে নেওয়া যাক সেসবঃ
ফেসওয়াস এর সাথে এক চামচ গ্রিন টি মিশিয়ে তাছাড়া মুখে হালকা ভাবে তিন মিনিট মতো মাসাজ করে ধুয়ে ফেললে এটি ত্বকের মৃত কোষগুলি দূর করে স্ক্রাবারের মতো কাজ করে।
ফেসপ্যাক হিসেব ও ব্যবহার করা যেতে পারে গ্রিনটি সেক্ষেত্রে একটি গ্রিন টির ব্যাগ নিয়ে তা গরম জলে ডুবিয়ে রেখে টা ঠান্ডা করে নিয়ে পরে চা-পাতা গুলি অন্য পাত্রে তুলে নিতে হবে এরপর এর সাথে একটু বেকিং সোডা একটু মধু কয়েক ফোটা ল্যাভেন্ডার তেল এবং এলোভেরা জেল মিশিয়ে তা মুখে ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে হালকা গরম তোয়ালে দিয়ে তুলে নিলে কাজ করে ফেসপ্যাকের।
মেকআপ এরপর ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যেতে পারে গ্রিন টি। এক চামচ মধুর সাথে দু চামচ গ্রিন টির লিকার মিশিয়ে সারা মুখে মেখে কিছুক্ষণ পর ধুয়ে দিলেই এটি ক্লিনজারের মতো কাজ করবে। এতে ত্বকের উজ্জ্বলতা ও বাড়ে।
অয়েলি স্কিনের ক্ষেত্রে রাস্তায় ধুলোবালি থেকে বাঁচার জন্য বাড়ি এসে টোনার-ই একমাত্র রাস্তা সব ঠিক রাখার সেক্ষেত্রে গ্রিন টির থেকে তৈরি টোনার ব্যবহার করা যেতে পারে। এর জন্য বেশি করে গ্রিন টি বানিয়ে তা একটি স্প্রে বটলে ভরে রাখলে দিনে দুবার করে ব্যবহার করা যেতেই পারে।