Flash News
    No Flash News Today..!!
Tuesday, November 11, 2025

সিট ফাঁকা থাকলে পাবেন অন্য যাত্রী, নয়া নিয়ম চালু ভারতীয় রেলের

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

ভারতীয় রেল, ভারতের অর্থনৈতিক পরিকাঠামোর এক অপরিহার্য অঙ্গ। প্রতিদিন বহু যাত্রী রেল গাড়ি চেপে তাদের গন্তব্যে পৌঁছে যান, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একের পর এক পদক্ষেপ রেল গ্রহণ করে বরাবরই। আগে রেলের টিকিট বুকিং এর জন্য যেতে হতো রেলের বুকিং অফিসে, বর্তমানে বাড়িতে বসেই টিকিট কাটার মতো পরিষেবা নিয়ে এসেছে ভারতীয় রেল, যাতে লাইনে দাঁড়ানো ঝামেলা অনেকটাই শেষ হয়েছে। তবে যাত্রীদের কথা মাথায় রেখে আরও একটি নতুন পদক্ষেপ গ্রহণ করলো ভারতীয় রেল, এবার থেকে নির্দিষ্ট সংরক্ষিত সিটে যাত্রী না উঠলে তার সিট নিজের নামে করতে পারবেন অন্য যাত্রী। সম্প্রতি রেলের তরফ থেকে জানানো হয়েছে, ট্রেনের সংরক্ষিত কামরাই যাত্রী না উঠলেই পরবর্তী ষ্টেশন থেকে তা যাবে অন্য যাত্রীর নামে।

উল্লেখ্য এতো দিন পর্যন্ত সংরক্ষিত সিট ফাঁকা থাকলে তা শুধু মাত্র জানতে পারতেন ট্রেনে কর্তব্যরত টিটি এবং ট্রেনের যাত্রীরা, কিন্তু এবার থেকে রেলের বুকিং অফিস থেকেও জানা যাবে সেই তথ্য, শুধু তাই নয় আইআরসিটিসি ওয়েব সাইট থেকেও জানা যাবে তথ্য। সেই সাথে রেলের তরফ থেকে আরও জানানো হয়েছে এবার থেকে ট্রেনের এক্সিকিউটিভ ক্লাসের টিকিট পরীক্ষকদের হাতে দেওয়া হবে হ্যান্ড হেল্ড টার্মিনাল মেশিন, যার মাধমে ট্রেনেই ওই নির্দিষ্ট আসনের টিকিট কেটে দিতে পারবেন তারা। সেই সাথে রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এতো দিন পর্যন্ত অনেক টিকিট পরীক্ষক যাত্রীদের কাছে টাকা নিয়ে সিট দিয়ে দিতেন কিন্তু রেলের ঘরে সেই টাকা আসতো না, এই পরিষেবা চালু হওয়ার ফলে সেই বেনিয়ম বন্ধ হয়ে যাবে। হাওড়া ডিভিশনের সিনিয়র ডিসিএম সুজিত সিনহা জানিয়েছেন, “ খুব দ্রুত সমস্ত ট্রেনে এই পরিষেবা চালু করা হবে, এরফলে অনেকাংশেই উপকৃত হবেন যাত্রীরা”।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

পরিবহন
Related News