Flash News
  1. এবার বইমেলায় নেই আমেরিকা ! তবে থাকছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন
Tuesday, January 20, 2026

সংসদে নিষিদ্ধ অশ্রাব্য শব্দ, জারি নির্দেশিকা

banner

journalist Name : sagarika chakraborty

#Pravati Sangbad Digital Desk:

সংসদে অশ্রাব্য শব্দ বা কটু কথা এ কোন নতুন বিষয় নয়, শুধু তাই নয় হাতাহাতি থেকে শুরু করে অধ্যক্ষ্যের টেবিলে দরকারি নথি পত্রও তছনছ হওয়ার নজিরও রয়েছে, তবে এবার সংসদে অশ্রাব্য শব্দ ব্যাবহারে নিষেধাজ্ঞা জারি করলো লোকসভার সচিবালয়য়। বহু আগে থেকেই সংসদ চত্বরে সাংসদদের মুখে খারাপ কথাই লাগাম টানতে চেয়েছিল কেন্দ্র সরকার, কিন্তু তার পরেও একাধিকবার শোনা গিয়েছে অকথা কুকথা, এবার পুরোপুরি ভাবে তা বন্ধ করলো লোকসভার সচিবালয়। দেশের প্রধানমন্ত্রী থেকে রাহুল গান্ধী সেই সাথে অনেক সাংসদের বিরুদ্ধে অশ্রাব্য কথা বলার অভিযোগ উঠে এসেছিল আগেও, কেন্দ্র সরকারের মতে তাতে সংসদের ঐতিহ্য নষ্ট হয়, বারবার তা বন্ধ করতে উদ্যোগ নিয়ে ছিল কেন্দ্র সরকার। লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে গতকাল একটি তালিকা প্রকাশিত হয়েছে, তাতেই রয়েছে অশ্রাব্য শব্দের তালিকা।

তালিকার মধ্যে রয়েছে দুর্নীতিগ্রস্থ, স্বৈরাচারী, নির্যাতন, তানাশাহি, অযোগ্য, নাটক, বিশ্বাসঘাতক, শকুনি, লজ্জাজনকের মতো শব্দ গুলি, সেই সাথে আরও রয়েছে চিটিংবাজ, ভণ্ডামি, চামচা, ব্লাডি ক্রিমিনাল, ভিতু, গিরগিটির মতো আরও অনেক শব্দ, যা শুনতে অশ্রাব্য। আগামী ১৮ই জুলাই শুরু হতে চলেছে বাদল অধিবেশন, তার আগেই এই নির্দেশ জারি করা হয়েছে, এমনকি সংসদের কোন নথিতেও রাখা যাবে না এই ধরনের শব্দ। বাদল অধিবেশন শুরুর আগে সাংসদদের মধ্যে বিলিও করা হচ্ছে লিফলেট যার মধ্যে রয়েছে অশ্রাব্য শব্দের তালিকা। সেই সাথে আঞ্চলিক ভাষাতেও অশ্রাব্য শব্দ প্রয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজনৈতিক
Related News